‘সাকিব শতভাগ ফিট নন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
‘সাকিব শতভাগ ফিট নন’

কুঁচকির ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। অনুশীলনে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন তিনি। তবে সাকিব এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

ডোমিঙ্গো বলেন, সাকিব এখনও শতভাগ ফিট নয়। পুনর্বাসনের জন্য সে কঠোর পরিশ্রম করেছে। এখনও একদিনের মতো সময় আছে। আমরা আত্মবিশ্বাসী যে, সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বল করা সময় সাকিবের কুঁচকিতে টান লাগে। পরে আর খেলতে পারেননি। কয়েকদিন পর্যবেক্ষণে রেখে স্ক্যান করা হলে শঙ্কা না থাকায় শনিবার থেকে অনুশীলনে ফিরেছেন সাকিব

প্রথম দিন অনুশীলনে ফিরে লম্বা সময় ব্যাটিং করেন সাকিব। পরদিন দলীয় অনুশীলন না থাকলেও কোচ ডোমিঙ্গোকে নিয়ে ব্যাটিং-বোলিং করে নিজের অনুশীলন সেরেছেন তিনি। আজ সোমবার বাংলাদেশের দলের অনুশীলনে ছিলেন সাকিব।

তবে শঙ্কা রয়েই গেছে। অনুশীলন শেষে ডোমিঙ্গো জানান, ‌‘সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ওকে দলে পেলে আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয়। সে বিশ্বমানের অলরাউন্ডার। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর সে পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে।’

অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তার (সাকিব) প্রস্তুতি অবশ্য খুব সহজ ছিল না। এখনও সে শতভাগ ফিট নয়। তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা আত্মবিশ্বাসী যে ,সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘পুনর্বাসন নিয়ে সাকিব কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী, সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে।’

বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। সাকিব সর্বশেষ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই টেস্ট খেলেছেন। সব কিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা শেষে আবারও চট্টগ্রামেই টেস্ট সিরিজ খেলতে নামবেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজকে হারাতে সেরাটা খেলতে হবে : নান্নু

উইন্ডিজকে হারাতে সেরাটা খেলতে হবে : নান্নু

১৮ জনের টেস্ট দলে ৪ স্পিনারের সঙ্গে ৫ পেসার

১৮ জনের টেস্ট দলে ৪ স্পিনারের সঙ্গে ৫ পেসার

সাকিব-মিরাজদের সামলাতে প্রস্তুত উইন্ডিজের ব্যাটিং ইউনিট

সাকিব-মিরাজদের সামলাতে প্রস্তুত উইন্ডিজের ব্যাটিং ইউনিট

ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ক্যারিবিয়ানদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ