জিম্বাবুয়ের বড় পরাজয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ এএম, ১১ মে ২০২১
জিম্বাবুয়ের বড় পরাজয়ে সিরিজ পাকিস্তানের

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্ট ম্যাচেও শোচনীয় পরাজয় স্বাগতিক জিম্বাবুয়ের। দ্বিতীয় টেস্টে পেসার হাসান আলি ও শাহীন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ইনিংস ও ১৪৭ রানের ব্যবধানে হারায় পাকিস্তান। এই জয়ের ফলে ২-০তে সিরিজ জিতে নিল পাকিস্তান। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। 

জিম্বাবুয়ের হারারেতে ২য় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট। দিনের শুরুতেই সেই উইকেট তুলে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। এর আগে পাকিস্তানের করা ৫১০ রানের জবাবে প্রথম ইনিংসে হাসান আলীর বোলিং তোপে ১৩২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। 

ফলোআনে পড়ে ব্যাটিং করতে নামলেও ব্যাটিং বিপর্যয় কাটেনি জিম্বাবুয়ের। পাকিস্তানের পেসারদের কাছে যেন অসহায়ই ছিল জিম্বাবুয়ের ব্যাটাররা।  

দ্বিতীয় ইনিংসেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ের ব্যাটাররা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটারদের বেশ ভালো ভুগিয়েছিল পেসার হাসান আলি। দ্বিতীয় ইনিংসে হাসান আলীকে সামলাতে পারলেও আরেক পেসার আফ্রিদি এবং স্পিনার নোমান আলি মিলে শিকার করে নেন ১০ উইকেট। 

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে লড়েন রাগিস চাকাভা। ১৩৭ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর ৩১ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। 

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে শাহীন শাহ আফ্রিদি ৫ উইকেট ও নোমান আলি ৫ উইকেট শিকার করেন। 

প্রথম ইনিংসে দ্বি-শতক হাঁকানো আবিদ আলী  ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ৪০৭ বলে ২১৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

পাকিস্তানের দুর্বলতা খুঁজে পেল কামরান আকমল

পাকিস্তানের দুর্বলতা খুঁজে পেল কামরান আকমল

ইংল্যান্ড কিংবা ভারত, কোথাও আইপিএলের সুযোগ নেই : সৌরভ গাঙ্গুলি

ইংল্যান্ড কিংবা ভারত, কোথাও আইপিএলের সুযোগ নেই : সৌরভ গাঙ্গুলি

করোনা আক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

করোনা আক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার