দেড় যুগ পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৬ আগস্ট ২০২১
দেড় যুগ পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড দল

বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই সরাসরি পাকিস্তান সফর যাবে নিউজিল্যান্ড। কিউইরা সেখানে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বৃহস্পতিবার ( ৫ আগস্ট) এক বিবৃতি দিয়ে পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দীর্ষ ১৮ বছর পর পাকিস্তানে সফর করতে যাচ্ছে নিউজিল্যান্ড। এই সফরের ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৭ সেপ্টেবর মাঠে গড়াবে। এছাড়া বাকি দুই মাচ ১৯ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে ৩ অক্টোবর।

নিউজিল্যান্ডের এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পিসিবির নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেন, 'আমি খুশি যে নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের দুটি অতিরিক্ত টি -টোয়েন্টি আন্তর্জাতিক খেলার প্রস্তাব গ্রহণ করেছে।

দীর্ষ ১৮ বছর পর পাকিস্তানে সফর করতে যাচ্ছে নিউজিল্যান্ড। ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নটিংহ্যাম টেস্ট : প্রথম দিনে ভারতের দাপট, কোণঠাসা ইংল্যান্ড

নটিংহ্যাম টেস্ট : প্রথম দিনে ভারতের দাপট, কোণঠাসা ইংল্যান্ড

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

আইপিএলে খেলবেন না অজি পেসার প্যাট কামিন্স

আইপিএলে খেলবেন না অজি পেসার প্যাট কামিন্স