নিউজিল্যান্ড সিরিজের আগে হচ্ছে না টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৫ আগস্ট ২০২১
নিউজিল্যান্ড সিরিজের আগে হচ্ছে না টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

বছরের অর্ধেকেরও বেশি সময় চলে গেলেও এখনও ২০২১ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাস মহামারির কারণে ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে নিউজিল্যান্ড সিরিজের পরেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরের ১৫ জুন বিসিবির বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তি অনুমোদন দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখন তিনি জানান, ক্রিকেট অপারেশন্স বিভাগ এবং নির্বাচকরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার পর তালিকা প্রকাশ করা হবে।

তবে বোর্ড সভার প্রায় দুই মাস হয়ে গেলেও এখনও কেন্দ্রীয় চুক্তির কোনো তালিকা প্রকাশ করেনি বিসিবি। শনিবার (১৪ আগস্ট) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, বোর্ড সভায় আবারও অনুমোদনের পর প্রকাশ করা হবে কেন্দ্রীয় চুক্তির তালিকা।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি জমা দেওয়া হয়েছে। এখানে বোর্ড সভায় অনুমোদনের ব্যাপার আছে। তারপর মিডিয়া রিলিজে যায়। এটার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের কাজ আমরা এগিয়ে দিয়েছে।’

তবে কবে নাগাদ কেন্দ্রীয় চুক্তির তালিকা  প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘হয়তো নিউজিল্যান্ড সিরিজের পরই হয়ে যাবে। অনেকদিন ধরে বোর্ড সভা হচ্ছে না। বোর্ড সভার জন্যই আগের চেয়ে একটু বেশি সময় লাগছে। আশা করি আগামী মাসেই হয়ে যাবে।’

কেন্দ্রীয় চুক্তির জন্য সাম্প্রতিক সিরিজের পারফর্মেন্স বিবেচ্য হচ্ছে কিনা সে বিষয়ে নান্নু জানিয়েছন, সব পারফর্মেন্সই বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে বলেন, ‘সব পারফর্মেন্সই বিবেচনা করা হবে। কাকে কত বছর পাওয়া যাবে সে বিষয়েও চিন্তা ভাবনা করা হবে। সম্ভাব্য সেরা কেন্দ্রীয় চুক্তির তালিকা দেওয়া হচ্ছে।’

এছাড়াও কেন্দ্রীয় চুক্তির বিভিন্ন বিষয় নিয়েও ব্যাখ্যা দিতে হচ্ছে বলে জানিয়েছেন নান্নু। বলেন, ‘এখানে কিছু বিষয় আছে যেগুলোর ব্যাখ্যা আমাদেরকে দিতে হচ্ছে। নির্দিষ্ট করে আপনাদের এভাবে বলতে পারছি না কোন কোন জায়গায় ব্যাখ্যা দিতে হচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ দলের সাথে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন প্রিন্স

বাংলাদেশ দলের সাথে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন প্রিন্স

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের

বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট ভাবছেন গিবস

বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট ভাবছেন গিবস

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স