বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তাহির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তাহির

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। প্রকাশ করেছেন নিজের হতাশা।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর গণমাধ্যমের সামনে কথা বলেছেন ইমরান তাহির। তিনি জানান, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তার সাথে অসম্মানজনক আচরণ করেছে। তাহির জানিয়েছেন তিনি গ্রায়েম স্মিথকে আগেই জানিয়েছিলেন তিনি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। তবে স্মিথ তার সাথে কোনো যোগাযোগ করেননি বলে অভিযোগ করেছেন তিনি।

তাহির বলেন, ‘দলে না থাকায় আমার খারাপ লাগছে। গত বছর স্মিথ আমার কাছে জানতে চেয়েছিল। তখন আমি জানিয়েছিলাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। আমি আরও বলেছিলাম, আমি সবসময় দলের জন্য প্রস্তুত। তুমি আমাকে জিজ্ঞাসা করায় আমি সম্মানিত বোধ করছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে তাহিরকে না দেখা গেলেও বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এ পারফর্মেন্স দেখেই স্মিথ তাকে দলে রাখার আশ্বাস দিয়েছিলেন বলে জানান।

তাহির আরও জানান, তিনি স্মিথ এবং দলের প্রধান কোচ বাউচারের সাথে কথা বলার চেষ্টা করলেও তাকে তারা কোনো উত্তর দেননি।

তাহিরের ভাষ্যমতে, ‘আমি কঠোর পরিশ্রম করছি। বিভিন্ন লিগে আমার পারফর্মেন্স দেখলেই তা বোঝা যায়। স্মিথ বলেছিল, এ পারফর্মেন্সেই আমাকে দলে নিবে। কিন্তু তারপরেও আমার সাথে কেউ যোগাযোগ করেনি। কয়েকমাস আগে আমি স্মিথ ও বাউচারকে ক্ষুদে বার্তা দিয়েছিলাম। তারা আমাকে উত্তর দেয়নি।’

বোর্ডের এমন আচরণ দেখে তিনি অসম্মানিত বোধ করছেন বলে জানান তিনি। প্রায় এক যুগ ধরে দক্ষিণ আফ্রিকাকে সার্ভিস দেওয়া এ স্পিনার বলেন, ‘বাউচার কোচ হওয়ার পরে আমার সাথে একবারও কথা বলেনি। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার। আমি ১০ বছর ধরে দেশের পক্ষে খেলেছি। আমার মনে হয়, আমি কিছুটা শ্রদ্ধা পাওয়ার তো যোগ্য অবশ্যই। কিন্তু তারা মনে করে আমার যোগ্যতা নেই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ দলে কোহলিদের মেন্টর ধোনি

বিশ্বকাপ দলে কোহলিদের মেন্টর ধোনি

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারিন, চমক রবি রামপাল

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারিন, চমক রবি রামপাল