পুনর্বাসন প্রক্রিয়ায় দেশের বাইরে যাচ্ছেন হাসান মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
পুনর্বাসন প্রক্রিয়ায় দেশের বাইরে যাচ্ছেন হাসান মাহমুদ

পিঠের চোটের কারণে দীর্ঘদিন ধরেই দলের বাইরে আছেন তরুণ পেসার হাসান মাহমুদ। চলতি বছরের মার্চে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের পর থেকে ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। দীর্ঘ সময় ধরেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই পিঠের চোটে ভুগছেন পেসার হাসান মাহমুদ। ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরলেও শতভাগ ফিট হয়ে উঠতে পারছেন না তিনি। তার জন্য বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট দরকার বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের জন্য কবে দেশের বাইরে পাঠানো হবে বলে তা নিশ্চিত করেননি দেবাশীষ চৌধুরি। কোথায় পাঠানো হবে তারও কোনো সদুত্তর দেননি তিনি।

দীর্ঘদিন ধরে হাসান মাহমুদের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার বিষয়ে দেবাশীষ চৌধুরি বলেন, ‘হাসান মাহমুদের বিষয়ে বলতে গেলে আমাদের তত্ত্বাবধনে দীর্ঘ সময় ধরে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করে আমরা ওর বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করছি। ওর মধ্যে আমরা বড় কোনো সমস্যা খুঁজে পাইনি।’

কোনো সমস্যা খুঁজে না পাওয়ায় বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের জন্য তাকে দেশের বাইরে পাঠানোর ব্যাপারে চিন্তা করছে বিসিবি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন মনে করছি ওর এখন একটা বায়ো মেকানিক্যাল অ্যাসেসমেন্ট দরকার। যদিও এটা আমাদের দেশে সম্ভব না। আমরা চেষ্টা করছি যে দেশে এ সুবিধা আছে সেখানে কোথাও পাঠিয়ে ওর অ্যাসেসমেন্ট করাতে।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে বিভিন্ন দেশে ট্রাভেল রেস্ট্রিকশন আছে। কয়েক জায়গায় কথা বলছি। আমাদের কথা বার্তা ফাইনাল হলে দুই-তিন সপ্তাহের মধ্যে দেশের বাইরে পাঠাবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী

নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

বিশ্বকাপের পরদিনই ঢাকা আসছে পাকিস্তান

বিশ্বকাপের পরদিনই ঢাকা আসছে পাকিস্তান