দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ এএম, ০৪ অক্টোবর ২০২১
দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ অভিযানে মাঠে নামবে বাংলাদেশ। টানা সিরিজ জয়ের মধ্যে থাকায় দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস কাজ করছে বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলের এ রকম ধারাবাহিক পারফর্মেন্স দলকে আত্মবিশ্বাসী রাখবে বলে মনে করেন মুশফিক।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সর্বশেষ তিনটি সিরিজ জিতেছে। দুইটি ঘরের মাঠে এবং একটি প্রতিপক্ষের মাঠে। এটা বিশ্বকাপের আগে আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। টি-টোয়েন্টিতে নিয়মিত পারফর্মেন্স করা সহজ কোনো কাজ না। তাই আমি বিশ্বকাপ নিয়ে খুবই উচ্ছ্বসিত।’

সম্প্রতি এক অনুষ্ঠানে মুশফিক জানান, বিশ্বকাপে কতবার খেলেছি সেটা বিষয় না। বিশ্বকাপের মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর সবচেয়ে বড় সুযোগ।

এ সময় নিজের পারফর্মেন্স নিয়েও কথা বলেন মুশফিকুর রহিম। বিশ্বকাপের আগে পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলেননি তিনি। এছাড়াও কোয়ারেন্টাইন নিয়মের কারণে অস্ট্রেলিয়া সিরিজেও ছিলেন না। তবে নিউজিল্যান্ড সিরিজের ফিরলেও পারফর্ম করতে পারেননি তিনি।

নিউজিল্যান্ড সিরিজে পাঁচ ইনিংসে ব্যাট করে মাত্র ৩৯ রান করেছিলেন মুশফিক। তাই তো রানে ফেরার জন্য ‘এ’ দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সেখানে রান করে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন মুশফিক।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘আমি কতক্ষণ অনুশীলন করেছি সেটা ব্যাপার না। যখন ম্যাচ খেলবো তখনই নিজের পরিস্থিতি বোঝা যাবে। এইচপি দলে বেশ ভালো কিছু ক্রিকেটার আছে। তাদের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করেছি। এখানে খেলায় কিছুটা চাপ ছিল। তাই এ সুযোগের অপেক্ষায় ছিলাম।’

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে উইকেটের পিছনে দাঁড়াননি মুশফিক। এটা দলের কম্বিনেশনের জন্যই করা হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘দল যেভাবে চাবে সেভাবে খেলার জন্য প্রস্তুত। তারা যদি ব্যাটিংয়ে আমার কাছ থেকে বেশি কিছু আশা করে, আমি তা করার জন্য চেষ্টা করবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

এই বিশ্বকাপেই রোহিতকে অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

এই বিশ্বকাপেই রোহিতকে অধিনায়ক হিসেবে চান গাভাস্কার