দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে প্রস্তুত : মরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ এএম, ২১ অক্টোবর ২০২১
দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে প্রস্তুত : মরগান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়ান মরগানের অফফর্ম। দীর্ঘদিন ধরেই তার ব্যাটে নেই কোনো রান। এ কারণেই তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অনেক ক্রিকেটার। সমালোচনার মুখে মরগান জানিয়েছেন দলের প্রয়োজন হলে, একাদশ থেকে সরে দাঁড়াবেন তিনি।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে  (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ইয়ান মরগান। তবে ফর্মের ধারের কাছেও ছিলেন না তিনি।  নাইট রাইডার্সের হয়ে ১১.০৮ গড়ে করেছিলেন মাত্র ১৩৩ রান। যদিও ফাইনালে খেলেছিল কলকাতা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের ব্যাটিং লাইন আপে রয়েছেন ইনফর্ম জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলিদের মতো ক্রিকেটাররা। তাদের দলের থাকার পর মরগানের একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে মরগান বলনে, ‘ব্যাটিংয়ে ভালো না করলে আমি এখানে আসতে পারতাম না। টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাটিং করি সেখানে অনেক ঝুঁকি নিতে হয়। আমি সেটাই করার চেষ্টা করি। দল না চাইলে আমি এমনটা করবো না।’

ব্যাটিংয়ে ফর্মে না থাকলেও নিজের অধিনায়কত্ব নিয়ে বেশ খুশি মরগান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের বিষয়টিও গুরুত্ব সহকারে নিচ্ছেন বলে জানান তিনি। এছাড়াও মাঠে অধিনায়কত্ব বেশ উপভোগ করছেন বলে জানান ইংলিশ কাপ্তান।

তিনি বলেন, ‘আমি রানের মধ্যে নেই। তবে আমার অধিনায়কত্ব বেশ ভালো হচ্ছে। আমি সবসময় রান করা এবং অধিনায়কত্ব, দুইটি বিষয়কেই আলাদা করে দেখি। আমি হয়তো দলে অবদান কিছুটা কম রাখি তবে অধিনায়কত্ব দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

‘সাইফ-মাহেদীর বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট’

‘সাইফ-মাহেদীর বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট’

বিশ্বকাপে অ্যালেনের স্বপ্নভঙ্গ, ক্যারিবিয়ান স্কোয়াডে আকিল

বিশ্বকাপে অ্যালেনের স্বপ্নভঙ্গ, ক্যারিবিয়ান স্কোয়াডে আকিল

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব