শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ০২ নভেম্বর ২০২১
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

টানা চার ম্যাচে জিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের অবস্থান পাকা করে নিয়েছে ইংল্যান্ড। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়েছে ইংলিশরা। ওপেনার জশ বাটলারের সেঞ্চুরিতে জয় পায় ইংল্যান্ড।

সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমেই সাফল্য পায় লঙ্কান বোলাররা। ইংলিশ ওপেনার জেসন রয় দ্রুত ফিরে গেলেও উইকেটে টিকে ছিলেন আরেক ওপেনার জশ বাটলার।

বাটলারের ব্যাটিং তান্ডবে ১৬৩ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই প্রথম সেঞ্চুরি। এছাড়াও এদিন ব্যাট হাতে রানের দেখা পান ফর্মে না থাকা ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান।

বাটলার এবং মরগান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুতে পারেনি। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন বাটলার এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে মরগানের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি উইকেট শিকার করেন।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। প্যাভিলিয়নে ফিরে যান পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা এবং চারিথ আশালাঙ্কা।

তিনজনের বিদায়ের পর দলকে বিপদ থেকে উদ্ধারে চেষ্টা চালান ভানুকা রাজাপাকসে, অধিনায়ক দাসুন শানাকা এবং স্পিনার হাসারাঙ্গা। তবে দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি।

ইংলিশদের হয়ে বল হাতে জয়ের নায়ক ছিলেন মঈন আলি এবং আদিল রশিদ। তাদের দুইজনের কার্যকরী স্পিনে রান তুলতে পারেনি লঙ্কানরা। ইংল্যান্ডের হয়ে মঈন ১৫ রানে দুইটি এবং আদিল রশিদ ১৯ রানে দুই উইকেট শিকার করেন। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো

বিশ্বকাপ ব্যর্থতার মাঝেও দলের উন্নতি দেখছেন ডোমিঙ্গো

পরাজয়ের বৃত্ত ভাঙতে প্রোটিয়াদের হারাতে চায় বাংলাদেশ

পরাজয়ের বৃত্ত ভাঙতে প্রোটিয়াদের হারাতে চায় বাংলাদেশ

ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়া দেখেন না ডোমিঙ্গো

ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়া দেখেন না ডোমিঙ্গো

তারকা হওয়ার পথে পাকিস্তানের আসিফ

তারকা হওয়ার পথে পাকিস্তানের আসিফ