বিশ্বকাপের আম্পায়ার নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৩ নভেম্বর ২০২১
বিশ্বকাপের আম্পায়ার নিষিদ্ধ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বায়ো-বাবল ভেঙে শাস্তির মুখে পড়েছেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ। বায়ো-বাবল ভাঙার দায়ে তাকে ছয় দিনের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, অনুমতি ছাড়াই হোটেল ছেড়ে বায়ো-বাবলের বাইরে গিয়েছিলেন মাইকেল। চলতি বছরের ২৮ অক্টোবর থেকে তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে মাইকেল গফের দায়িত্ব পালন করার কথা ছিল। তবে ওই ম্যাচে গফের পরিবর্তে দায়িত্ব পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার মরিস এরাসমাস।

আইসিসির এক কর্মকর্তা জানিয়েছে, টূর্নামেন্টের বায়ো-বাবল বিষয়ক নিরাপত্তা কমিটি মাইকেল গফকে ছয় দিনের কোয়ারেন্টাইন করতে বলেছে। এ সময় তার তিনবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে প্রথম দুইবারের পরীক্ষায় ফলাফল নেগেটিভ। তৃতীয় পরীক্ষার ফলাফল এখনও হাতে এসে পৌঁছায়নি। ফলাফল নেগেটিভ আসলে, মাইকে গফ কাজে ফেরার অনুমতি পাবেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সে ম্যাচে মাইকেল গফের দায়িত্ব পালন করার কথা রয়েছে।

বিশ্বকাপের দুইটি প্রস্তুতি ম্যাচ, প্রাথমিক পর্বে দুইটি এবং সুপার টুয়েলভে আটটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান মাইকেল গফ। বায়ো-বাবল ভাঙার আগে সুপার টুয়েলভে চার ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর শনিবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ও রোববার (৭ নভেম্বর) আফগানিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করার কথা তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

আবারও ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং

আবারও ক্রিকেটে ফিরছেন যুবরাজ সিং

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামে 'ক্লান্ত' মোস্তাফিজ

বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান

বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসবে পাকিস্তান