ঢাকায় পৌঁছেছেন বাবর-মালিক, অনুশীলনে রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ এএম, ১৭ নভেম্বর ২০২১
ঢাকায় পৌঁছেছেন বাবর-মালিক, অনুশীলনে রিজওয়ান

বিশ্বকাপ মিশন শেষ করেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের সাথে আসেননি অধিনায়ক বাবর আজম এবং অলরাউন্ডার শোয়েব মালিক। অবশেষে তারাও ঢাকায় পৌঁছেছেন। এছাড়াও অনুশীলনে যোগ দিয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

শনিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকায় আসে পাকিস্তান দল। বিশ্বকাপ শেষে বোর্ড থেকে ছুটি নেওয়ায় দলের সাথে ঢাকায় আসেননি তারা। ছুটি কাটিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) দলের সাথে যোগ দিয়েছেন বাবর আজম এবং শোয়েব মালিক।

ঢাকায় পৌঁছে তারা হোটেলে উঠে গিয়েছেন। পাকিস্তান দলের অন্যান্য সদস্যদের মতো তাদেরও কোনো কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। তবে করানো হবে করোনা টেস্ট। করোনা টেস্টে নেগেটিভ আসলেই তারা দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারবেন।

ঢাকায় পৌঁছে সোমবার (১৫ নভেম্বর) প্রথমবারের মতো অনুশীলন করে পাকিস্তান দল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ নভেম্বর)।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর, চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট ৪ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

পাকিস্তান টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দিলো পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দিলো পাকিস্তান

টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার

টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার

মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ

অবসরে যাওয়ার আগে ভারতে খেলবেন ওয়াহাব রিয়াজ