বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে দুটি টেস্ট ম্যাাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে ২০ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্কোয়াড ঘোষণা করে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের প্রথম ম্যাচ শুরু হবে ২৬ নভেম্বর, চট্টগ্রামে। প্রথম টেস্ট শেষে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এর আগে ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
পাকিস্তানের ঘোষিত ২০ জনের টেস্ট স্কোয়াডে বাদ পড়লেন অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ। তবে ২ বছর পরে টেস্ট স্কোয়াডে ফিরেছেন ওপেনার ইমাম-উল হক।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের ২১ সদস্যের দল থেকে ইয়াসির ছাড়াও হারিস রউফ, ইমরান বাট এবং শাহনেওয়াজ দাহানি বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলের ঢুকেছেন ওপেনার ইমাম-উল হক, মিডল অর্ডার ব্যাটসম্যাম কামরান গুলাম এবং অফ স্পিনার বিলাল আসিফ।
টেস্ট খেলার আগে ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে ইতিমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে হাসান আলীরা।
পাকিস্তান টেস্ট দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহিন আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]