অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ জানালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ জানালো অস্ট্রেলিয়া

অ্যাশেজ মানেই রোমাঞ্চকর এক লড়াই। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এ মহারণের একাদশ নিয়ে থাকে চরম উত্তেজনা। উত্তেজনা তৈরির আগেই অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স।

বুধবার (৮ নভেম্বর) মাঠে গড়াবে অ্যাশেজের এবারের লড়াই। এ লড়াইয়ের আগে অধিনায়ক পুরাতন কেলেঙ্কারি সামনে আসায় নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন। তাই তো নতুন অধিনায়ক প্যাট কামিন্সের অধীনে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

অধিনায়কের দায়িত্ব নিয়েই ম্যাচ শুরুর আগে রোববার (৫ ডিসেম্বর) অ্যাশেজের প্রথম টেস্টের জন্য একাদশ জানিয়ে দিয়েছেন প্যাট কামিন্স। 

অধিনায়ক কামিন্সের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা ছিল ট্রাভিস হেড এবং উসমান খাজার মধ্যে কাউকে বেছে নেওয়া। শেষ পর্যন্ত হেডের উপরই আস্থা রেখেছেন তিনি।

এ বিষয়ে কামিন্স বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। দুইজনই দারুণ ফর্মে আছেন। উজি (উসমান খাজা) প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। হেড সর্বশেষ দুই বছরের আমাদের হয়ে দারুণ ফর্মে ছিল।’

এছাড়া বাকি সবাই প্রত্যাশা মাফিক দলে জায়গা পেয়েছেন।  ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হবেন মারকাস হ্যারিস। তিনে থাকবেন ফর্মে থাকা মার্নাস ল্যাবুশেন। 

পেস বিভাগে অধিনায়ক প্যাট কামিন্সের সাথে থাকবেন জশ হ্যাজলেউড এবং মিচেল স্টার্ক। স্পিন বিভাগে থাকছেন নাথান লায়ন। এছাড়াও অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে নিজের অভিষেক ম্যাচ খেলবেন অ্যালেক্স ক্যারি।

অস্ট্রেলিয়া একাদশ
মারকাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগান হেড কোচের পর বোলিং পরামর্শক টেইটের পদত্যাগ

আফগান হেড কোচের পর বোলিং পরামর্শক টেইটের পদত্যাগ

ওমিক্রন প্রভাবে অ্যাশেজের পঞ্চম টেস্ট নিয়ে শঙ্কা

ওমিক্রন প্রভাবে অ্যাশেজের পঞ্চম টেস্ট নিয়ে শঙ্কা

‘প্রতারক, প্রতারকই থাকে’ স্মিথকে নিয়ে চ্যাপেল

‘প্রতারক, প্রতারকই থাকে’ স্মিথকে নিয়ে চ্যাপেল

মানসিক চাপে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে পেইন

মানসিক চাপে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে পেইন