অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্ল্যান একটাই, ভালো খেলা : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বাংলাদেশের এক একটি দূর্দশার উপ্যাখ্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি আসর হয়ে গেলেও একবারও নিজেদের প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা পারফর্ম করতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরে সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিতব বিশ্বকাপে সেমিফাইনাল খেলা লক্ষ্য নিয়ে গেলেও সে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। সুপার টুয়েলভে ছয় ম্যাচের মধ্যে একটি জয়ও পায়নি টাইগাররা। তাই তো জয়হীন থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী।

ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও সেই ব্যর্থতার বৃত্তেও আটকে ছিল বাংলাদেশ। শুধু ব্যর্থতার বৃত্তে আটকে নয়, মনমতো পারফর্ম করতে পারেনি সাকিব-মুশফিকরা। তাই তো অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো পারফর্ম করতে চান অধিনায়ক রিয়াদ।

নিজেদের ছোটখাটো ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে সিরিজ বাই সিরিজ নিজেদের উন্নতি করতে চান অধিনায়ক।

তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং বিভাগকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট নিয়মিতই ভালো করছে। এ রকম ছোটোখাটো কিছু বিষয় আছে, সেগুলো সিরিজ বাই সিরিজ ভালো করলে আশা করি আমরা ভালো করবো।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে ব্যাটিং ইউনিটকে আরও বেশি উন্নতি করতে হবে বলে জানান তিনি।

রিয়াদ বলেন, ‘কি রকম ক্রিকেট খেলতে চাই, এর উপর নির্ভর করে।  আমি ব্যক্তিগতভাবে মনে করি, অস্ট্রেলিয়ার কন্ডিশন ব্যাটিংয়ের জন্য ভালো। সেখানে বাউন্স থাকে, পেস থাকে। এখন এটা আমাদের উপর নির্ভর করছে। আমরা কিভাবে নিবো।’

টি-টোয়েন্টি ক্রিকেটে দলের উপর অতিরিক্ত প্রতাশ্যার চাপ সামলে নিজেদের ভালো করার বিকল্প নেই বলেও মনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই তো ভালো খেলে সমর্থকদের আস্থা অর্জনের দিকেও খেয়াল রাখতে চান অধিনায়ক।

‘টি-টোয়েন্টি ক্রিকেটে রান রেট সবসময় অনেক বেশি থাকে। প্রেশার থাকে অনেক, অনেক বেশি থাকে। তবে দিন শেষে অনেক সময় করতে পারবো অনেক সময় পারবো না। আমরা যদি পারফর্ম করতে পারি, আমাদের পক্ষে ফলাফল আনতে পারি তাহলে আমাদের উপর আস্থা বাড়বে। আমার মনে হয় এ জিনিসটা আমাদের নিয়মিত খেয়াল রাখতে হবে।’

বিশ্বকাপ এবং ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ম্যাচ হারের পাশাপাশি একের পর এক ভুল করেছে বাংলাদেশ দল। সে ভুলগুলো শুধরে নিয়ে আত্মবিশ্বাসী হতে চান মাহমুদউল্লাহ রিয়াদ।

‘আমার দিক থেকে বলতে পারি, যে জিনিসগুলো ঠিকমত করতে পারি নাই, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। পরবর্তী সময় এ রকম ভুল হলে, জিনিসগুলো যেন ভালো করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো নিয়ে যেন বেটার পারফর্ম করতে পারি।’- বলেন রিয়াদ।

টানা ভালো খেলতে পারলে তবে বিশ্বকাপে দল ভালো করতে পারবে বলে মনে করেন। তবে কতটুকু ভালো করতে পারবে বাংলাদশ। সেটার অপেক্ষায় হাজারো ক্রিকেট সমর্থক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল, তাসকিন চাইলেন দোয়া

নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল, তাসকিন চাইলেন দোয়া

‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’

‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব