আক্ষেপ নেই, ফিট হওয়ায় মনযোগী হাসান মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০২ জানুয়ারি ২০২২
আক্ষেপ নেই, ফিট হওয়ায় মনযোগী হাসান মাহমুদ

দীর্ঘ এক বছর ধরে ক্রিকেট থেকে দূরে আছেন পেসার হাসান মাহমুদ। অদৃশ্য এক ইনজুরির কারণে ইনজুরি থেকে এই নির্বাসন। আশার কথা হলো ইনজুরি থেকে আস্তে আস্তে সেরে উঠছেন হাসান মাহমুদ। ইনজুরি কারণে মিস হওয়া খেলার জন্য আক্ষেপ করছেন না বরং ফিট হওয়ার প্রতি মনযোগী হচ্ছেন তিনি।

রোববার (২ জানুয়ারি) মিরপুরে অনুশীলনে এসেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ইনজুরি কারণে মিস হওয়া খেলার জন্য আক্ষেপ করতে চাননা। ফিট হওয়ার দিকে মনযোগ দিচ্ছেন তিনি।

হাসান মাহমুদ বলেন, ‘আক্ষেপের কিছু নেই। ইনজুরি কারণে আমি ক্রিকেটের বাইরে ছিলাম। সো এখানে আক্ষেপের কিছু নাই। ন্যাচারালি রিকভার হয়ে আসছে আরকি। ফিট হওয়ার চিন্তা করতেছি।’

বর্তমানে নিজের ইনজুরির অবস্থা নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘আলহামদুল্লিলাহ এখন অবস্থা বেশ ভালো। সর্বশেষ তিন সপ্তাহ ধরে বোলিং শুরু করছি। ৭০-৮০ শতাংশ আস্তে আস্তে শুরু করছি। ধীরে ধীরে আগাচ্ছি।’

ইনজুরিতে থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দেখা যাবে না তাকে। এ নিয়ে কোনো চিন্তা করছেন না বলেও জানান হাসান মাহমুদ।

বলেন, ‘আরও মাসখানিক সময় লাগবে মাঠে ফিরতে। বিপিএলের চিন্তা করতেছি না। আস্তে আস্তে বোলিং শুরু করছি। প্রিমিয়ার লিগ থেকে ফেরার চেষ্টা করতেছি।’

কিছুদিন আগে শোনা যাচ্ছিলো বায়ো-মেকানিক্যাল টেস্টের জন্য হাসান মাহমুদকে দেশের বাইরে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। উচ্চতর চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডে পাঠানো হবে জানিয়েছেন তিনি।

‘জানুয়ারিতেই যাওয়া হবে। ইংল্যান্ডে যাওয়া হবে। ওখানে স্ক্যানের একটা বিষয় আছে আরকি।’- বলেন হাসান মাহমুদ।

হাসান মাহমুদ নিজেই তার ইনজুরি নিয়ে বেশ অন্ধকারে রয়েছে। স্ক্যান কিংবা এমআরআই করানোর পরও তার ব্যাথার কারণ ধরা না পড়ার পর বায়ো-মেকানিক্যাল টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলেই নিজেই জানি না কিসের ইনজুরি। যা হইছে মাসেলেরই কিছু হইছে আরকি। ব্যাথাটা মূলত লোয়ার ব্যাক ম্যাসলে। এখন আগের থেকে অনেক কম। বোলিং করতে পারতেছি।’

ইনজুরির এ কঠিন সময়ে পরিবার  এবং কোচদের কাছ থেকে অনেক সমর্থন পাচ্ছেন বলে জানান তিনি। বলেন, ‘সাথে পরিবার আছে। কোচেরাও আছে। সবাই মিলে সাপোর্ট দিচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

নিজেকে মানিয়ে নিয়েছে জয় : মিরাজ

নিজেকে মানিয়ে নিয়েছে জয় : মিরাজ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ