রাজাপাকসের অবসরে অবাক মালিঙ্গা, পুনর্বিবেচনার অনুরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
রাজাপাকসের অবসরে অবাক মালিঙ্গা, পুনর্বিবেচনার অনুরোধ

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটার ভানুকা রাজাপাকসে। তবে রাজাপাকসের অবসরের সিদ্ধান্তকে মানতে পারছেন না সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। রাজাপাকসেকে সিদ্ধান্তের পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (৫ জানুয়ারি) সকালে হঠাৎ করেই পারিবারিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩০ বছর বয়সী রাজাপাকসে। তার এ সিদ্ধান্তে বিস্মিত শ্রীলঙ্কার ক্রিকেট।

নিজের অবসর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠিতে রাজাপাকসে লিখেন, ‘আমি নিখাদ একজন ক্রিকেটার, একজন স্বামী হিসেবে নিজের পরিস্থিতি বিচার করেছি। তারপরই পিতৃত্ব এবং অন্যান্য পারিবারিক কারণে আমি এ অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

রাজাপাকসের অবসরে অবাক হয়েছেন মালিঙ্গা। তাই রাজাপাকসেকে অবসরের সিদ্ধান্তের বিষয়ে পুনরায় ভাবতে বলেছেন তিনি।

টুইটারে মালিঙ্গা লিখেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা একেবারেই সহজ কাজ নয়। খেলোয়াড়রা তাদের জীবনে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি শ্রীলঙ্কা ক্রিকেটকে এখনও রাজাপাকসের অনেক কিছু দেওয়ার আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এ অবসর পুনর্বিবেচনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।’

২০১৯ সালে টি-টোয়েন্টি ও ২০২১ সালে ওয়ানডে অভিষেক হয় রাজাপাকসের। দেশের হয়ে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে ৮৯ রান ও টি-টোয়েন্টিতে ৩২০ রান করেন রাজাপাকসে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শারজাহতে ৪৫ বলে ৫৩ রান করেছিলেন রাজাপাকসে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎই ক্রিকেটকে বিদায় বললেন রাজাপাকসে

হঠাৎই ক্রিকেটকে বিদায় বললেন রাজাপাকসে

টি-টোয়েন্টির বিশ্ব আসরে তৃতীয় হ্যাটট্টিকম্যান হাসারাঙ্গা

টি-টোয়েন্টির বিশ্ব আসরে তৃতীয় হ্যাটট্টিকম্যান হাসারাঙ্গা

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

অভিমান সরিয়ে ক্রিকেটে ফিরতে চান ম্যাথিউস

অভিমান সরিয়ে ক্রিকেটে ফিরতে চান ম্যাথিউস