শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। এবার আরও বড় দায়িত্ব পেলেন শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপদেষ্টা কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বছরের জন্য উপদেষ্টা কোচ হিসেবে কাজ করবেন তিনি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যাটিং পরামর্শকের কাজ করেছেন তিনি

শ্রীলঙ্কার নতুন দায়িত্বে শুধু জাতীয় দলের সাথে নয়, শ্রীলঙ্কা ‘এ’ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের সাথেও কাজ করবেন তিনি। নতুন বছরের প্রথম দিন থেকেই এ পদে নিযুক্ত হবেন তিনি।

এসএলসি তাদের বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেট সংশ্লিষ্ট সকল বিষয়ের দায়িত্ব পালন করবেন জয়াবর্ধনে। এছাড়াও হাই পারফর্মেন্স ইউনিট নিয়েও কাজ করবেন সাবেক এ কিংবদন্তি ক্রিকেটার।

বর্তমানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব মেন্টর হিসেবে কাজ করছেন মাহেলা জয়াবর্ধনে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ পর্যন্ত সে দায়িত্বও পালন করে যাবেন তিনি।

সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছাড়েন হেড কোচ মিকি আর্থার। এরপর থেকেই নতুন কোচ নিয়োগের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা দল। শুধু তাই নয়, কোচিং কাঠামোতেও পরিবর্তন আনবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার দায়িত্ব ছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও দায়িত্ব পালন করছেন মাহেলা জয়াবর্ধনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দ্য হানড্রেডের দল সাউদার্ন ব্রেভের হেড কোচের দায়িত্বেও আছেন তিনি।

এছাড়াও রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এর আগে ইংল্যান্ড জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

লঙ্কান ঘূর্ণিতে টেস্ট সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ

লঙ্কান ঘূর্ণিতে টেস্ট সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ

১৩৫ দিন মেয়ের মুখ দেখেননি জয়াবর্ধনে

১৩৫ দিন মেয়ের মুখ দেখেননি জয়াবর্ধনে

১০ বলে ৫ উইকেট হাসারাঙ্গার

১০ বলে ৫ উইকেট হাসারাঙ্গার