বিপিএলে খেলার অনুমতি পাবেন না লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
বিপিএলে খেলার অনুমতি পাবেন না লঙ্কান ক্রিকেটাররা

কিছুদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এ আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। সেখান থেকে নয়জন লঙ্কান ক্রিকেটাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। কিন্ত তাদেরকে বিপিএলে খেলার অনুমতি দিবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

চলতি বছরের ২১ জানুয়ারি বিপিএলের অষ্টম আসরের পর্দা উঠবে। এ আসর চলাকালীন ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দিবে শ্রীলঙ্কা। এছাড়াও বিপিএল চলাকালীন অস্ট্রেলিয়া সফরে যাবে লঙ্কানরা।

মূলত এ দুই সিরিজের জন্যই ক্রিকেটারদের বিপিএলের খেলার অনুমতি দিবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি।

লঙ্কান ক্রিকেটাররা না আসলে ফ্রাঞ্চাইজিগুলোকে বিকল্প বিদেশি ক্রিকেটারদের দিকে ঝুঁকতে হবে। প্লেয়ার ড্রাফটে দল না পাওয়া বিদেশি ক্রিকেটারদের থেকে নতুনদেরকে দলে ভেড়াতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

সাম্প্রতিক সময়ে লঙ্কান ক্রিকেটাদের ফ্রাঞ্চাইজি লিগের প্রবণতা অনেক বেশি বেড়ে যাওয়ায় তা রোধ করার চেষ্টা করছে তারা। লঙ্কান বোর্ড চাচ্ছে, ক্রিকেটাররা যেন ঘরোয়া ক্রিকেটে বেশি মনযোগী হয়। এ কারণেই জাতীয় পরামর্শক হিসেবে মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগ দিয়েছে এসএলসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞামুক্ত তিন লঙ্কান ক্রিকেটার

নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞামুক্ত তিন লঙ্কান ক্রিকেটার

অবসর নিলেও বিপিএল-আইপিএল খেলতে ‘পারবেন না’ লঙ্কান ক্রিকেটাররা

অবসর নিলেও বিপিএল-আইপিএল খেলতে ‘পারবেন না’ লঙ্কান ক্রিকেটাররা

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

১০ বলে ৫ উইকেট হাসারাঙ্গার

১০ বলে ৫ উইকেট হাসারাঙ্গার