বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২০ জানুয়ারি ২০২২
বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রতি আসরেই উইকেট নিয়ে হাজারো কথা। প্রতিবারই স্পোর্টিং উইকেটের আশা থাকলেও কোনোবারই মনমতো উইকেটে খেলতে পারেন না ক্রিকেটাররা। প্রতিবারের মতো এবারও স্পোর্টিং উইকেটের চাহিদা জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্পোর্টিং উইকেট হবে বলেই বিশ্বাস করেন তিনি।

বিপিএলের প্রতি আসরেই মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ করেন ক্রিকেটার কিংবা সমর্থকরা। তবে এবারও সেই আশাই করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিশ্বাস এবারও বিপিএলে স্পোর্টিং উইকেট তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনি বলেন, ‘আমি এখনো দেখিনি (উইকেট)। তবে আমি বিশ্বাস করি ভালোই স্পোর্টিং উইকেট হবে, যেখানে সবার জন্যই কিছু না কিছু থাকবে। আশা করছি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএলের শুরুটা হবে।’

বিপিএলের অষ্টম আসরে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন বরিশাল। দলে রয়েছে একাধিক তারকা ক্রিকেটার। তাদের সবার মধ্যেই বিপিএল শিরোপা জয়ের তাড়না আছে বলে জানান সাকিব।

এ বিষয়ে তিনি বলেন, ‘যারা এই টুর্নামেন্টে আছে সব দলেরই প্রত্যাশা আছে। সবাই যেহেতু পেশাদার ক্রিকেটার, তাদের নিজেদেরও ভালো করার তাগিদ আছে। এটা আমাদের জন্যও একটা প্রেরণার ব্যাপার। আমরা এটাকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করছি এবং এটা থেকে যেন আমরা ভালো কিছু করতে পারি।’

বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুবাদে অনেকবারই শিরোপা স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান। বিপিএলের সাত আসরে মাত্র দুইবার শিরোপা জিততে পেরেছেন সাকিব। তাই বেশি শিরোপা জিততে না পারাটাকে চাপ হিসেবে নিচ্ছেন না সাকিব।

বলেন, ‘না ওরকম কোনো চাপ আমার কখনোই মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। ছয়টা দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। আমরাও তার ব্যতিক্রম না। হতে পারলে ভালো, তবে না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না। মাঠে নিজেদের শতভাগ দিয়ে দল হিসেবে খেলতে পারি এবং সাফল্য আনার জন্য যা যা করা দরকার সে কাজগুলো করতে পারি।’

বিপিএলের তারকা সমৃদ্ধ দল হওয়ায় এবার বরিশালের উপর থাকবে শিরোপার চাপ। তবে এখনই দল নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ সাকিব।

‘টুর্নামেন্ট শুরুর আগে এগুলো বলা মুশকিল। বাকি ছয় দলের সাথে আমাদেরও একইরকম মনে হচ্ছে এখন। প্রথম এক-দুইটা ম্যাচ হয়ে গেলে বিশ্লেষণ করা সম্ভব। এখন মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। তবে সবই নির্ভর করে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

বিপিএলের উইকেট স্পোর্টিং হবে, আশা সাকিবের

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

বিপিএলে খুলনা দলে তানজিদ তামিম

বিপিএলে খুলনা দলে তানজিদ তামিম

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট