আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দিলরুয়ান পেরেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দিলরুয়ান পেরেরা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষনা দিয়েছে লঙ্কান ক্রিকেটার দিলরুয়ান পেরেরা। বুধবার (২৬ জানুয়ারি) ক্রিকেট শ্রীলঙ্কাকে দেওয়া এক চিঠিতে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাবেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত না হলেও টেস্ট স্কোয়াডের নিয়মিত মুখ ছিলেন দিলরুয়ান পেরেরা। টেস্ট সংস্করণে ৪৩ ম্যাচ খেলে বল হাতে ১৬১ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ব্যাট হাতে ১৮.৮৮ গড়ে ১৩০৩ রান করেছেন পেরেরা।

সাদা পোশাকে পারফর্মেন্স উজ্জ্বল হলেও রঙিন পোশাকে নিয়মিত ছিলেন না তিনি। এ সময়ে সীমিত ওভারে ১৬ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৫৩ রান এবং বল হাতে শিকার করেছেন ১৬ রান।

শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৫০ এবং ১০০ উইকেট শিকারের কীর্তিও তার দখলে। এছাড়াও একমাত্র লঙ্কান ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ১০ উইকেট এবং হাফ সেঞ্চুরি করার কীর্তিও তার দখলে রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনই ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না দিলরুয়ান পেরেরা। আরও কিছুদিন পেশাদার ক্রিকেট হিসেবে খেলে যেতে চান ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা দলে মেন্ডিস-গুণাথিলাকা

অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা দলে মেন্ডিস-গুণাথিলাকা

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে হ্যাজলেউড, নেই ওয়ার্নার

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে হ্যাজলেউড, নেই ওয়ার্নার

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে চামিন্দা ভাস

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে চামিন্দা ভাস

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা