লঙ্কা সিরিজে গোলাপী বলের টেস্ট খেলবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
লঙ্কা সিরিজে গোলাপী বলের টেস্ট খেলবে ভারত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই শ্রীলঙ্কাকে আতিথ্য দিবে ভারত। এ সিরিজে দুইটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট গোলাপী বলে আয়োজিত হবে নিশ্চিত করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

দিন কয়েক আগে সিরিজের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করে শ্রীলঙ্কা ক্রিকেট। সে অনুরোধ রেখে টি-টোয়েন্টি সিরিজের আগে টেস্ট আয়োজন করবে ভারত।

টেস্ট সিরিজের দুইটি ম্যাচই ভিন্ন ভিন্ন ভেন্যুতে আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। গোলাপী বলের টেস্টের জন্য ব্যাঙ্গালুরুতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সিরিজের অন্য টেস্ট কোথায় আয়োজিত হবে তা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ব্যাঙ্গালুরুতে গোলাপী বলের টেস্ট আয়োজন করা হবে। সিরিজ বাকি ম্যাচের ভেন্যুও খুব দ্রুতই জানানো হবে।’

ভারতের মাটিতে তৃতীয়বারের মতো গোলাপী বলের টেস্ট আয়োজিত হতে যাচ্ছে। ২০১৯ সালে প্রথমবারের মতো কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করেছিল। দ্বিতীয়টি আয়োজিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ ম্যাচের ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাজারতম ওয়ানডে খেলার রেকর্ড গড়বে ভারত। করোনাভাইরাস মহামারির কারণে এ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

বলেন, ‘আমি ৫০০তম ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। হাজারতম ওয়ানডে ভারতীয় ক্রিকেটের জন্য বিশেষ কিছু। দূর্ভাগ্যজনকভাবে দর্শকবিহীন মাঠে আমাদেরকে খেলতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজ সিরিজের আগে ভারতীয় দলে দুঃসংবাদ

উইন্ডিজ সিরিজের আগে ভারতীয় দলে দুঃসংবাদ

ভারত-উইন্ডিজ সিরিজে ফিরছে দর্শক

ভারত-উইন্ডিজ সিরিজে ফিরছে দর্শক

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক