১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ

দিন দুয়েক পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এ সিরিজে মাঠে দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। দর্শকদের টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে টিকিট।

স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড়ে একটি মাত্র বুথে বিক্রি করা হবে এই ওয়ানডে সিরিজের টিকিট। সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু করা হবে। টিকিট থাকা সাপেক্ষে বিকাল ছয়টা পর্যন্ত বিক্রি করা হবে।

ওয়ানডে সিরিজের জন্য চার ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বোচ্চ ১০০০ টাকায় রুফটপ স্ট্যান্ড থেকে দেখা যাবে খেলা। এছাড়াও সর্বনিম্ন ১৫০ টাকা থাকবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম।

এছাড়াও ৫০০ এবং ৩০০ টাকায় মিলবে যথাক্রমে ইন্টারন্যাশন্যাল স্ট্যান্ড এবং ক্লাব হাউসের টিকিট।

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। সেবার গ্যালারির আসন নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। এরপরেই নতুন করে আসন বসিয়েছে বিসিবি। নতুন আসনে বসে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখার সুযোগ পাবেন দর্শকরা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ সূচি

২৩ ফেব্রুয়ারি : ১ম ওয়ানডে 
২৫ ফেব্রুয়ারি : ২য় ওয়ানডে
২৮ ফেব্রুয়ারি : ৩য় ওয়ানডে

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানদের সামলাতে চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি শুরু

আফগানদের সামলাতে চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি শুরু

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল এবার আফগানদের ডেরায়

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল এবার আফগানদের ডেরায়

আফগানিস্তান সিরিজে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস, থাকছে দর্শক

আফগানিস্তান সিরিজে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস, থাকছে দর্শক

বিপিএলে ফিক্সিং নিয়ে কোনো অভিযোগ নেই : বিসিবি সভাপতি

বিপিএলে ফিক্সিং নিয়ে কোনো অভিযোগ নেই : বিসিবি সভাপতি