বাবর-রিজওয়ানদের ‘ক্রিকেট রহস্য খুঁজতে’ পিএসএলে দৃষ্টি অস্ট্রেলিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
বাবর-রিজওয়ানদের ‘ক্রিকেট রহস্য খুঁজতে’ পিএসএলে দৃষ্টি অস্ট্রেলিয়ার

প্রতিপক্ষের দুর্বলতা ধরার জন্য কিংবা খেলার ধরণ বুঝার জন্য বিপক্ষ দল কতকিছুই করে। মাইন্ড গেম থেকে চুলচেরা বিশ্লেষণ; কিছুই বাদ যায় না। এবার পাকিস্তান সফরকে সামনে রেখে একটু ভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। বাবর আজমদের রহস্য ভেদ করতে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) পাখির চোখ করেছে অজিরা। এমনটাই জানিয়েছেন দলটির অন্তবর্তীকালীন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সফরের প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন ম্যাকডোনাল্ড। সেখানেই তিনি জানান, পাকিস্তানে যাওয়ার আগে অজিরা তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। পিচের অবস্থা বিবেচনায বিকল্পও রেখেছি।’

উপমহাদেশের বাইরের দলগুলো এশিয়াতে খেলতে এসে ভালোই সমস্যায় পড়ে। সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় উইকেটের আচরণ। এটা নিয়েও কাজ করেছেন জানিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা পাকিস্তানের অনুশীলন পিচ এবং ঘাসের পিচের কথা মাথায় রেখে কৌশল নিয়ে কাজ করেছি।’

পাকিস্তান দল সম্পর্কে জানতে চাওয়া হলে সোজা জবাব দিয়েছেন ম্যাকডোনাল্ড। অজিদের অন্তবর্তীকালীন কোচ বলেন, পাকিস্তান দল সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু বলা যায় না। তিনি বলেন, ‘ঘরের মাঠের পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতে খেলা পাকিস্তান কেমন তা আসলেই বলা কঠিন।’

ম্যাকডোনাল্ড মনে করেন, পাকিস্তানের কিছু খুব ভালো ফাস্ট বোলার রয়েছে যারা দিন দিন উন্নতি করছে। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদির কথা উল্লেখ করে বলেছেন যে, তার পারফরম্যান্স ক্রমাগত উন্নতি হচ্ছে। সে ভালো করতে পারে।

ম্যাকডোনাল্ডের মতে, পাকিস্তানের দর্শকরা একটি ভাল প্রতিযোগিতা দেখতে পাবে। দীর্ঘ ২৪ বছর পর এই প্রথম তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজে খেলা হলো না মোহাম্মদ নেওয়াজের

অস্ট্রেলিয়া সিরিজে খেলা হলো না মোহাম্মদ নেওয়াজের

অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শের হার্ট অ্যাটাক

অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শের হার্ট অ্যাটাক

আইপিএল খেলবেন, পাকিস্তান সিরিজকে ‘না’ অস্ট্রেলিয়া তারকাদের

আইপিএল খেলবেন, পাকিস্তান সিরিজকে ‘না’ অস্ট্রেলিয়া তারকাদের

পাকিস্তানিদের স্পিন জবাবে প্রস্তুত মার্নাস লাবুশেন

পাকিস্তানিদের স্পিন জবাবে প্রস্তুত মার্নাস লাবুশেন