অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাব: তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৯ মার্চ ২০২২
অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাব: তামিম ইকবাল

দিন কয়েক পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকায় বরাবরই নিজেদের ছায়া হয়েই থাকে বাংলাদেশ। তবে এবার অধিনায়ক তামিম ইকবাল জানালেন ভালো খেলার লক্ষ্য নয় বরং জয়ের লক্ষ্য নিয়েই সফর শুরু করতে চান।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে নিজেদের সেরা ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। দেশ কিংবা দেশের বাইরে সব জায়গায় দারুন পারফর্মেন্সে নজর কেড়েছে টাইগাররা। তাই তো এখন আর ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করতে চাননা অধিনায়ক তামিম। বরং, ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই সবসময় মাঠে নামতে চান।

বুধবার (৯ মার্চ) মিরপুরে এ বিষয়ে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে এমন একটা স্টেজে আছি আমরা, এখানে জিতা ছাড়া অন্য কিছু বলা উচিত হবে না আমার। অবশ্যই জেতার লক্ষ্য নিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘ওদের ওইখানে অবশ্যই জিততে চাই। জেতার জন্য যা যা করার দরকার তাই করবো। তারপর যদি আমাদের পক্ষে আসে তাহলে ভালো, না আসলে কিছু করার নাই।’

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও কন্ডিশন যে নিজেদের পক্ষে নয় সেটাও মানছেন অধিনায়ক তামিম। তবে কন্ডিশন এবং রেকর্ড নিজেদের পক্ষে না থাকলেও সেটা নিয়ে চিন্তিত নন অধিনায়ক তামিম।

এ বিষয়ে অধিনায়ক তামিমের ভাষ্য, ‘এটা ঠিক যে কন্ডিশন আমাদের পক্ষে না। রেকর্ডও খুব একটা ভালো না। রেকর্ড এমনটা জিনিস এটা মুহূর্তেই চেঞ্জ হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে নিউজিল্যান্ডে পাওয়া টেস্ট জয়কে অনুপ্রেরণা হিসেবে নিতে চান অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘এটার বড় উদাহরণ ছিল নিউজিল্যান্ডে টেস্ট জয়। আমরা অনেকদিন ওইখানে ভালো করতে পারি নাই। ওইটাই আশা করবো যে, দক্ষিণ আফ্রিকায় যে রেকর্ডটা আছে তা যেন চেঞ্জ করতে পারি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে চাইলেও  প্রোটিয়াদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ রাখেননি তামিম। এ বিষয়ে তামিম বলেন, ‘আমরা জানি দক্ষিণ আফ্রিকায় ওদের কন্ডিশনে ওরা খুব ভালো দল। এটা আমি বলতে চাই না যে, ওইখানে ভালো ক্রিকেট খেলতে চাই। যা আজকে থেকে ১০ বছর আগে বলতাম।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৪ জয়ের পাশাপাশি বাংলাদেশ হেরেছে ১৭ ম্যাচে। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও কোনো ম্যাচে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

সাকিব ইস্যুতে বোর্ডের ‌‘কঠোরতা’ চান খালেদ মাহমুদ সুজন

সাকিব ইস্যুতে বোর্ডের ‌‘কঠোরতা’ চান খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ‘শক্তিশালী’ ওয়ানডে স্কোয়াড

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ‘শক্তিশালী’ ওয়ানডে স্কোয়াড

আইপিএলে দল পেলে ‘মানসিকতা’ খেলার মতো হতো: সাকিব প্রসঙ্গে পাপন

আইপিএলে দল পেলে ‘মানসিকতা’ খেলার মতো হতো: সাকিব প্রসঙ্গে পাপন