‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৮ মার্চ ২০২২
‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে ক্রিকেটারদের জন্য জাতীয় দলের জার্সিতে খেলার জন্য আনন্দদায়ক কিছু হয় না। এমনকি বয়সের কোটা ৫০ পার হলেও এখনও জাতীয় দলের হয়ে খেলতে মনে চায় বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ চলাকালীন জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন সাকিব আল হাসান। তবে সিরিজ শেষ হতেই সাকিবের কন্ঠে উল্টো সুর। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না। তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মানসিকভাবে উপভোগ করতে পারেননি তিনি।

সাকিবের কথার সাথে একমত হতে পারেননি বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আনন্দের কিছু হতে পারে না। সুজন বলেন, ‘বাংলাদেশ দলের জার্সি পড়ে খেলার মতো আনন্দ তো আর কোথাও থাকার কথা না।’

বয়সের কোটা ৫০ পার হলেও এখনও জাতীয় দলের খেলতে মন চায় বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘আমি এখনও খেলতে চাই। আমি ৫১। আমার এখনও মনে হয়, বাংলাদেশের জার্সি পড়ে খেলি। জুনিয়র একটি ছেলেকে জোর করতে পারেন। ৩৮-৩৬ বছর বয়সী কাউকে না।’

তিনি আরও বলেন, ‘একটা সময় খেলা ছিল আনন্দ। এখন তো খেলা শুধু আনন্দ না, এটা পেশা। আমরা বাবা-মায়ের টাকা চুরি করে খেলতাম।’

ক্রিকেট এখন শুধু আনন্দ নয়, ক্রিকেটারদেরকে এনে দেয় যশ-খ্যাতি। এতেই ক্রিকেটারদের মাঠে খেলা উপভোগ করা উচিত বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘এখন তো উপভোগ করা উচিৎ। গত দুই টি-টোয়েন্টিতে দেখুন স্টেডিয়াম ভরা দর্শক। এরচেয়ে আনন্দের আর কিছু আছে? আপনার যশ-খ্যাতি সব আছে। উপভোগ না করার তো কোনো কারণ নেই’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব ইস্যুতে বোর্ডের ‌‘কঠোরতা’ চান খালেদ মাহমুদ সুজন

সাকিব ইস্যুতে বোর্ডের ‌‘কঠোরতা’ চান খালেদ মাহমুদ সুজন

আইপিএলে দল পেলে ‘মানসিকতা’ খেলার মতো হতো: সাকিব প্রসঙ্গে পাপন

আইপিএলে দল পেলে ‘মানসিকতা’ খেলার মতো হতো: সাকিব প্রসঙ্গে পাপন

‘মানসিক বিপর্যস্ত’ সাকিবের কেমন ছিল সর্বশেষ পারফরম্যান্সগুলো

‘মানসিক বিপর্যস্ত’ সাকিবের কেমন ছিল সর্বশেষ পারফরম্যান্সগুলো

স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট ‘খেলবেন না’ সাকিব

স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট ‘খেলবেন না’ সাকিব