আইপিএল অর্থের কারণেই নষ্ট হয়েছে সাইমন্ডস-ক্লার্কের বন্ধুত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৪ এপ্রিল ২০২২
আইপিএল অর্থের কারণেই নষ্ট হয়েছে সাইমন্ডস-ক্লার্কের বন্ধুত্ব

খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন একসাথে খেলেছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস এবং মাইকেল ক্লার্ক। এই সময় দুইজনের মধ্যে গড়ে উঠেছিল দারুণ সম্পর্কও। তবে সাইমন্ডসের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকে এই সম্পর্কের অবনতি হয়েছিল, সেটা সবারই জানা। আর সম্পর্কের এই অবনতি ঘটেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাইমন্ডসের অতিরিক্ত দাম নিয়ে। এমনটাই জানিয়েছেন অজি তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।

ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিলের উদ্বোধনী আসরের সবচেয়ে দামি ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। এই সময় তাকে ১৩ লাখ ডলারে দলে নিয়েছিল ডেকান চার্জার্স। আর বিশাল এই অর্থ পাওয়াটাই তার সাথে ক্লার্কের সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে মনে করেন সাইমন্ডস। তবে এখনও ক্লার্কের জন্য পূর্ণ সম্মান রয়েছে বলে জানান সাইমন্ডস।

ক্লার্ক এবং সাইমন্ডসের সাবেক সতীর্থ ব্রেট লির সাথে এক পডকাস্টে তিনি বলেন, “তার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। সে (ক্লার্ক) যখন দলে এলো, আমরা প্রায় সময়ই একসাথে ব্যাটিং করতাম। এ কারণে আমি তার খেয়াল রাখতাম। আমাদের ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল।”

আইপিএলে বড় অর্থ পাওয়ায় ক্লার্ক সম্ভবত তাকে হিংসা করেছেন বলেও মনে করেন সাইমন্ডস। এই বিষয়ে তিনি বলেন, “(ম্যাথু) হেইডেন আমাকে বলেছিল, যখন আইপিএলে শুরু হলো তখন আমি বড় অর্থ পেয়েছিলাম। এই বিষয়টি খুব সম্ভবত ক্লার্কের মধ্যে এক প্রকার হিংসা কাজ করছিল। যা আমাদের সম্পর্কের মাঝে চলে আসে।”

তিনি আরও বলেন, “টাকা মজার সব ঘটনা ঘটায়। এটি ভালো জিনিস। তবে কখনও কখনও বিষের মতো হতে পারে। আমি মনে করি, এটি আমাদের সম্পর্কে বিষের কাজ করেছে। তার জন্য আমার পূর্ণ সম্মান রয়েছে। তাই আমি বিস্তারিত বলতে চাচ্ছি না তখন কী কথা হয়েছিল। আমার সঙ্গে তার আর বন্ধুত্ব নেই। ঠিক আছে এটি।”

আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ১৯৮ ওয়ানডে এবং ১৪টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। এই সময়ে অজিদের হয়ে করেছেন ৬ হাজার ৮৮৭ রান। এছাড়াও বল হাতে শিকার করেছেন মোট ১৬৫ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং-জয়াবর্ধনে

লাহোরে অস্ট্রেলিয়া দলের উপর হামলার হুমকি, একজন গ্রেফতার

লাহোরে অস্ট্রেলিয়া দলের উপর হামলার হুমকি, একজন গ্রেফতার

পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া