ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে প্রথম বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৬ এপ্রিল ২০২২
ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে প্রথম বিজয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলমান মৌসুমের শুরু থেকেই ব্যাট হাতে রান ফোয়ারা ফুটিয়েছিলেন এনামুল হক বিজয়। আর পুরো মৌসুম জুড়ে দারুণ ব্যাটিংয়ে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ক্রিকেটার। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পায় ডিপিএল। এরপরে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এনামুল হক বিজয়। এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এবার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিন রূপগঞ্জের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন এনামুল হক বিজয়। তুলে নেন মৌসুমে নিজের তৃতীয় সেঞ্চুরি। আর এই ১১২ রানের ইনিংস খেলার পথে ৭০ রানের সময় এক হাজার রান পূর্ণ তিনি। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন বিজয়।

ডিপিএলে এক হাজার রানের স্পর্শ করার রেকর্ড প্রথম নয়। এর আগে ২০০১ সালে মোহামেডানের হয়ে খেলেছিলেন কেনিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ টিকলো। ৯৪ দশমিক ৩৮ গড়ে ১২২৭ রান করেন তিনি। তবে সে সময় ডিপিএলে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা না থাকায় এটি স্বীকৃত ক্রিকেট হিসেবে গণ্য করা হয় না।

চলতি মৌসুমে ১৪ ম্যাচে তিন সেঞ্চুরিতে ৮০ দশমিক ১৪ গড়ে করেছেন ১০৪২ রান করেছেন বিজয়। নিজের রান বাড়িয়ে নেওয়ার জন্য আরও এক ম্যাচে সুযোগ পাচ্ছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে রেখেছিলেন ওপেনার সাইফ হাসান। ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন। এছাড়াও একই আসরে ৮০৬ রান করেছিলেন আরেক ওপেনার নাঈম শেখ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা টেস্টে জায়গা না পেয়ে হতাশ রাহি

শ্রীলঙ্কা টেস্টে জায়গা না পেয়ে হতাশ রাহি

তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান

তাসকিন-বিজয়দের যেভাবে বদলে দিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

প্রয়োজনে শ্রীলঙ্কা টেস্টে মোস্তফিজকে ডাকা হবে: বিসিবি সভাপতি

ম্যাচ না খেলেই দলের বাইরে আবু জায়েদ রাহি!

ম্যাচ না খেলেই দলের বাইরে আবু জায়েদ রাহি!