শ্রীলঙ্কার বিপক্ষে নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৬ মে ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং

মেহেদি হাসান মিরাজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) চলাকালীন ইনজুরিতে না পড়লে হয়তো এই সিরিজেও নাঈম হাসানকে দর্শক হয়ে থাকতে হতো। মিরাজের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া নাঈমের জায়গা হয়েছে একাদশে। আর খেলার সুযোগ পেয়েই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ১০৫ রান খরচায় ৬ উইকেট তুলে নেন এই নাঈম হাসান। এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং ইনিংস।

সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পান এই ক্রিকেটার। দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন এই অফ স্পিনার। জানান দিলেন, হারিয়ে যাননি তিনি।

২০১৮ সালে এই সাগরিকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট খেলেছিলেন নাঈম হাসান। সেই টেস্টে সবচেয়ে কম বয়সী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন এই স্পিনার। এখনও সেই রেকর্ড নিজের দখলে রেখেছেন নাঈম।

ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। মিরপুরে ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন এই ক্রিকেটার। 

চট্টগ্রামে চতুর্থবারের মতো টেস্ট খেলতে নেমেছেন নাঈম হাসান। এই সময়ে তার পকেটে ঢুকেছে ১৭ উইকেট। ক্যারিয়ারে নেওয়ার তিন পাঁচ উইকেটের দুইটিই নিয়েছেন এই সাগরিকাতেই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সাগরিকায় ম্যাথিউসের সংগ্রামী ব্যাটিংয়ে আক্ষেপের ছোঁয়া

সাগরিকায় ম্যাথিউসের সংগ্রামী ব্যাটিংয়ে আক্ষেপের ছোঁয়া

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকালেন ‘রান খরায়’ থাকা ম্যাথিউস

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিয়ে মাঠে ফিরলো ‘নিরপেক্ষ’ আম্পায়ার