কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ২০ জুলাই ২০২২
কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

বছরের শুরুতে অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারা যেন হয়ে উঠেছেন রান মেশিন। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের আগে রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার যেন নিজেকে খুঁজে নেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সাসেক্সকে। ক্লাবটির হয়ে মৌসুমের সপ্তম ম্যাচ খেলতে নেমেই হাঁকিয়েছেন টুর্নামেন্টে নিজের তৃতীয় দ্বিশতক। এই দ্বিশতকেই ভেঙেছেন কয়েকটি রেকর্ড।

ক্রিকেট তীর্থ লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে খেলতে নেমেছে সাসেক্স। এই ম্যাচে পূজারার ২৩১ রানে ভর করে সাসেক্সের ইনিংস থামে ৫২৩ রানে। পূজারার এই ইনিংস সাসেক্সকে শুধু ম্যাচে ভালো অবস্থায় রাখেনি, নতুন করে তৈরি করেছেন কয়েকটি রেকর্ডও।

কাউন্টি ক্রিকেটে ১১৮ বছর পর সাসেক্সের কোনো ব্যাটার এক মৌসুমে হাঁকালেন। এর আগে ১৯০৪ সালে তিনটি দ্বিশতক হাঁকিয়েছিলেন সিবি ফ্রাই। এর আগে ১৯০১ সালে তিনটি করে দ্বিশতক করেছিলেন সিবি ফ্রাই ও কেএস রণজিৎসিং। এর আগের বছর এই কীর্তি গড়েছিলেন কেএস রণজিৎসিং।

শুধু তাই নয়, লর্ডসের মাটিতে অনেক ভারতীয় ক্রিকেটার শতকের স্বাদ পেলেও প্রথম দ্বিশতক হাঁকালেন চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে লর্ডস ব্যবহৃত হয় মিডলসেক্সের ঘরের মাঠ হিসেবে। এর আগে দলটির বিপক্ষে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বীরেন্দ্র শেবাগ সর্বোচ্চ ১৩০ রান করেছিলেন। ২০০৩ সালে লেস্টারশায়ারের হয়ে এই রেকর্ড করেন তিনি।

এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ দ্বিশতকের মালিক এখন চেতেশ্বর পূজারা। তার উপরে আছেন স্যার ডন ব্রাডম্যান (৩৭), ওয়াল্টার হ্যামমন্ড (৩৬), পার্সি হেনড্রেন (২২) এবং হার্বার্ট স্যাটক্লিফ ও মার্ক রামপ্রকাশ (১৬)।

মিডলসেক্সের বিপক্ষে এই ম্যাচে ২৩১ রানের এই ইনিংস খেলতে ৪০৩ বল খেলে ৫৩৩ মিনিট মাঠে ছিলেন চেতেশ্বর পূজারা। এই সময়ে তার ব্যাট থেকে এসেছিল ২১ চার ও ৩ ছক্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

বুমরাহকে সরিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোল্ট

বুমরাহকে সরিয়ে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বোল্ট

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জেসন হোল্ডার

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জেসন হোল্ডার