ভারতকে হারিয়ে বড়দিন পালন করতে চান ডোনাল্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২২
ভারতকে হারিয়ে বড়দিন পালন করতে চান ডোনাল্ড

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় অনেকের কাছেই কল্পনাই মনে হতে পারে। ওয়ানডে ও টি ২০ ক্রিকেটে এই পরাশক্তি দলের বিপক্ষে ভালো করলেও টেস্টে কখনই সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে অবশ্য বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি।

চট্টগ্রামে সম্ভাবনা থেকেই বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জয়ের ছবি আঁকছেন। মিরপুর টেস্টে জয়ের আশা করছে বাংলাদেশও। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে বুধবার সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, ‘আমরা টেস্ট জিততে চাই। আমরা কার বিপক্ষে খেলছি সেটা ভেবে আমাদের সাফল্যের পরিকল্পনা স্থির করবে না।’

খ্রিষ্ট্রানদের বড়দিন ২৫ ডিসেম্বর। মিরপুর টেস্ট পাঁচদিনে গেলে শেষ হবে ২৬ ডিসেম্বর। তবে জিতে দেরিতে বড়দিন পালন করতে চান ডোনাল্ড।

তিনি বলেন, ‘আমরা জানি একটা ইনিংসে ১৫০ রান করে ম্যাচ জেতা সম্ভব নয়। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছি তেমন ব্যাটিং দরকার। আমরা জিততে মুখিয়ে আছি। আমার মতো এই দলের অনেকেই জয় নিয়ে বাড়ি ফিরে বিলম্বিত ক্রিসমাস পালন করতে চায়।’

প্রথম টেস্টে ব্যবধান গড়ে দিয়েছিলেন চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আয়ার। তবে তাদের ফেরানোর অনেক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেগুলো কাজে না লগাতে পারার কারনেই চারশোর বেশি রান করে ফেলে ভারত।

ডোনাল্ড বলেন, ‘ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে হবে। প্রথমে বাট করতে গেলে ৩৫০’র উপরে রান করতে হবে। প্রম ইনিংসের মূল্যটা আমরা সবাই বুঝতে পারছি।’

তিনি বলেন, ‘টেস্টে প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেওয়ার সুযোগ আসে। বোলিং করলে দ্রুত উইকেট নিতে হবে। প্রথম টেস্টে যে সুযোগগুলো মিস করেছি এই পর্যায়ে এসে এটা কার ঠিক না।’

ভারতের বিপক্ষে জয়ের নকশাও করে ফেলেছে বাংলাদেশ। ডোনাল্ড বলেন, ‘ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছি আমরা সেটাই হবে জয়ের নীল নকশা।’ বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিএলে ভালো অবস্থানে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

বিসিএলে ভালো অবস্থানে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

মিরপুরে সাকিব যখন ‘মেসি’

মিরপুরে সাকিব যখন ‘মেসি’

ইংল্যান্ডের কাছে নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ইংল্যান্ডের কাছে নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

জাকির দেখিয়ে দিয়েছে কিভাবে ভালো খেলতে হয়: ডোমিঙ্গো

জাকির দেখিয়ে দিয়েছে কিভাবে ভালো খেলতে হয়: ডোমিঙ্গো