বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৩ আগস্ট ২০২২
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

দীর্ঘদিন পর মাঠে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ দল ইতিমধ্যেই পৌঁছেছে টাইগাররা। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজের জন্য জশুয়া ডি সিলভাকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

দুই ম্যাচ সিরিজের আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ আগস্ট থেকে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ আগস্ট থেকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ও তিন ওয়ানডের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের স্কোয়াড নিয়ে উইন্ডিজ প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স জানিয়েছেন, “মূল দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিজেকে প্রমাণের বড় সুযোগ। ক্রিকেটারদের নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে পাওয়া এই সুযোগ দারুণভাবে কাজে লাগাবে বলে মনে করি।”

আনঅফিসিয়াল টেস্ট স্কোয়াড
জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানাজে, কলিন আর্কিবাল্ড, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, ত্যাগনারায়ণ চন্দরপাল, জাস্টিন গ্রেভস, তেভিন ইমল্যাচ, শেরমন লুইস, জেরেমি লুইস, মারকুইনো মিন্ডলে, অ্যান্ডারসন ফিলিপ, জেরেমি সোলোজানো।

ওয়ানডে স্কোয়াড
জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানাজে, টেডি বিশপ, ত্যাগনারায়ণ চন্দরপাল, ইয়ানিক ক্যারিয়াহ, জাস্টিন গ্রেভস, তেভিন ইমল্যাচ, শেরমন লুইস, জেরেমি লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মারকুইনো মিন্ডলে, অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ার, শামার স্প্রিংগার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছি: মোসাদ্দেক

দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছি: মোসাদ্দেক

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নাসুমের

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড নাসুমের

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান