মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৮ আগস্ট ২০২২
মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর চলাকালীন আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় হবে দুইটি নতুন ফ্রাঞ্চাইজি লিগ। এই দুই টুর্নামেন্টের কারণে বিদেশি খেলোয়াড় সংকটে পড়তে পারে বিপিএল। সেই শঙ্কা আরও জোরালো হয়েছে সিকান্দার রাজা ও  ব্লেসিং মুজারাবানিদের আরব আমিরাতের লিগে নাম লেখানোর পর। 

জিম্বাবুয়ের দুই তারকা ক্রিকেটার সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি আরব আমিরাতের লিগের দল দুবাই ক্যাপিটালসে নাম লিখিয়েছেন। এর আগে একই লিগে নাম লিখিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের মতো তারকারাও।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুবাই ক্যাপিটালস তাদের বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। তখনই এই দুই ক্রিকেটারের আরব আমিরাতের লিগে খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।

দুবাই ক্যাপিটালসে আরও নাম লিখিয়েছেন হজরত উল্লাহ জাজাই, মুজিব উর রহমান, ফ্যাবিয়ান অ্যালেন, দুশমন্থ চামিরা ও নিরোশান ডিকওয়েলাদের মতো তারকা ক্রিকেটাররা।

আরব আমিরাতের লিগের দলগুলো সরাসরি ১৪জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। দুবাই ক্যাপিটালস ১৪ জনের মধ্যে পাঁচজন ক্রিকেটারই নিয়েছে শ্রীলঙ্কা থেকে।

এছাড়াও জিম্বাবুয়ে, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন করে ক্রিকেটারকে দলে নিয়েছে। পূর্ণ সদস্য নয় এমন দেশ থেকে দুইজন ক্রিকেটারকে দলে নিয়েছেন। এই কোটায় সুযোগ পেয়েছেন ডাচ ফ্রেড ক্লাসেন ও জর্জ মুনসে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে

নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে

পাকিস্তান না গিয়ে আরব আমিরাত লিগে খেলবেন বোল্ট

পাকিস্তান না গিয়ে আরব আমিরাত লিগে খেলবেন বোল্ট

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

বিপিএলের সময় আরব আমিরাত লিগে খেলবেন রাসেল-মঈন- হাসারাঙ্গা

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার