শ্রীরামের সঙ্গে কথা বলার পর এশিয়া কাপের কোচ নিয়ে সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২০ আগস্ট ২০২২
শ্রীরামের সঙ্গে কথা বলার পর এশিয়া কাপের কোচ নিয়ে সিদ্ধান্ত

কয়েকদিন পরই এশিয়া কাপের মিশনে নামবে বাংলাদেশ। কিন্তু এখনও নিশ্চিত নয় যে, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব কে থাকবেন। টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

প্রথমে টি-টোয়েন্টি দলের কোচ শোনা গেলেও পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নিশ্চিত করেন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে  শ্রীধরন শ্রীরামকে। এরপরও গুঞ্জন ভাসছে আসন্ন এশিয়া কাপে কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকে পাঠাবে না বিসিবি।

এমনকি ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও হেড কোচের দায়িত্ব দিয়ে এশিয়া কাপে পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে শনিবার (২০ আগস্ট) হোম অফ ক্রিকেট শেরে-ই-বাংলায় বিসিবি পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন হেড কোচের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (২১ আগস্ট) ঢাকায় আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম। এরপর তার সঙ্গে কথা বলেই এশিয়া কাপে কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমনটাই জানিয়েছেন সুজন।

‘ডমিঙ্গোর ফিলোসফি মানাচ্ছে না, এশিয়া কাপে নতুন দর্শনে খেলবে বাংলাদেশ’

সুজন বলেন,  “এটা সভাপতি সিদ্ধান্ত নেবেন। বলেছেন ২২ তারিখ জানাবেন। শ্রীরাম কাল আসছে। । পাপন ভাই উনার সাথে কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া যাবে এশিয়া কাপে কে কোচ থাকবে।”

তবে বাংলাদেশ ক্রিকেটে গুঞ্জন রয়েছে যে পদেই আসেন শ্রীরাম, আদতে টি-টোয়েন্টি দলের দেখভাল করবেন তিনি। সুজন সেই গুঞ্জনে যেন আরেকটু হাওয়া দিলেন। বললেন, আপাতত টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবেই আসছেন শ্রীরাম, এরপর দেখা যাক কি হয়!

কোচ নয়, টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম

“আমিও ওর সাথে খেলেছি, কিন্তু কোচিং কীভাবে করায় সেটা তো দেখিনি ও আসছে আপাতত টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে। দেখা যাক কি হয়” যোগ করেন সুজন।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে নয়, পরিবর্তন চোখে পড়বে বিশ্বকাপে: সাকিব

এশিয়া কাপে নয়, পরিবর্তন চোখে পড়বে বিশ্বকাপে: সাকিব

এক্স-রে রিপোর্ট ভালো, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে হাসান মাহমুদ

এক্স-রে রিপোর্ট ভালো, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে হাসান মাহমুদ

দুইদিনের মধ্যে জানা যাবে সোহানের এশিয়া কাপের ভাগ্য

দুইদিনের মধ্যে জানা যাবে সোহানের এশিয়া কাপের ভাগ্য

এশিয়া কাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ফরম্যাট

এশিয়া কাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ফরম্যাট