প্রস্তুতির প্রথম ম্যাচে সাকিব বাহিনীর পরাজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২১ আগস্ট ২০২২
প্রস্তুতির প্রথম ম্যাচে সাকিব বাহিনীর পরাজয়

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচে সাকিবের লাল দলকে ৪ উইকেটে হারিয়েছে আফিফের সবুজ দল।

রোববার (২১ আগস্ট) আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন লাল দল। ওপেনিংয়ে নেমে খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারেননি এশিয়া কাপের স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়।

এনামুল হক বিজয় অবশ্য এই ম্যাচে দুইবার ব্যাটিংয়ে নামেন। তাতেও খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারেননি। দুইবার ব্যাটিং করে তার ব্যাট থেকে এসেছিল ২৩ রান।

সাকিব আল হাসানও ক্রিজে এসেছিলেন দুইবার। তিনি ব্যাট হাতে উইকেটে ঝড় তুলেছিলেন। তাতে অবশ্য টিম ম্যানেজমেন্টের কপালে থাকা দুশ্চিন্তার ভাঁজটা কমতেই পারে। দুইবার ব্যাটিং করা সাকিব করেছিলেন ৫৫ রান।

সাকিবের লাল দলের বিপক্ষে ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। এছাড়াও দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজও ছিলেন।

তাসকিন দুই উইকেট নিলেও ছিলেন খরুচে। মিরপুরের চিরাচারিত উইকেটে মিরাজ-নাসুমরা ঠিকই নিজেদের প্রমাণ করেছেন। নাসুম ২৩ রানে দুইটি আর মিরাজ ১৭ রানে একটি উইকেট নেন।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে আফিফ-মিরাজরা কেমন ব্যাটিং করেন সেটাই দেখার ছিল। ওপেনিংয়ে মিরাজ ২১ বলে ২৯ রান করলেও আফিফ অবশ্য হতাশ করেছেন। আফিফ ১৫ বলে করেন ৮ রান। 

দীর্ঘদিন ইনজুরির পর মাঠে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই প্রস্তুতি ম্যাচের আগে বাংলা টাইগার্সের হয়ে খুলনায় প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। এদিন অবশ্য বল হাতে দুই ওভার সুযোগ পেয়ে উইকেট শূন্য থাকলেও ছিলেন দারুণ কার্যকরী। 

বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের পর বোলিংয়েও অবশ্য দিয়েছেন নিজ যোগ্যতার প্রমাণ। কোটার পুরো চার ওভার বোলিং করে ২৪ রানে তার শিকার ছিল ২ উইকেট।

মিরাজের পাশাপাশি ব্যাট সবুজ দলের হয়ে মোহাম্মদ রবিন ও মোহাম্মদ সাইফউদ্দিনের দারুণ ব্যাটিংয়ে এক বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে আফিফের সবুজ দল। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম প্রস্তুতি ম্যাচে নেই এশিয়া কাপ স্কোয়াডের চারজন

প্রথম প্রস্তুতি ম্যাচে নেই এশিয়া কাপ স্কোয়াডের চারজন

শ্রীরামের সঙ্গে কথা বলার পর এশিয়া কাপের কোচ নিয়ে সিদ্ধান্ত

শ্রীরামের সঙ্গে কথা বলার পর এশিয়া কাপের কোচ নিয়ে সিদ্ধান্ত

এশিয়া কাপে নয়, পরিবর্তন চোখে পড়বে বিশ্বকাপে: সাকিব

এশিয়া কাপে নয়, পরিবর্তন চোখে পড়বে বিশ্বকাপে: সাকিব

‘ডোমিঙ্গোর ফিলোসফি মানাচ্ছে না, এশিয়া কাপে নতুন দর্শনে খেলবে বাংলাদেশ’

‘ডোমিঙ্গোর ফিলোসফি মানাচ্ছে না, এশিয়া কাপে নতুন দর্শনে খেলবে বাংলাদেশ’