‘আমিই সেরা অফ স্পিনার, মুরালিধরনও প্রতিদ্বন্দ্বীতায় আসবে না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ আগস্ট ২০২২
‘আমিই সেরা অফ স্পিনার, মুরালিধরনও প্রতিদ্বন্দ্বীতায় আসবে না’

তর্কাতীতভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটার ক্রিস গেইল। তবে তিনি এবার যে বোমা ফাটিয়েছেন, তা শুনে সবাই বেশ অবাক হবেন এটাই স্বাভাবিক। ‘ইউনিভার্স বস’-র মতে তিনিই বিশ্বের সেরা অফ স্পিনার। এমনকি সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারী মুরালিধরনও তার সাথে প্রতিদ্বন্দ্বীতায় আসবেন না বলেও মনে করেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারির পর আর ক্রিকেট মাঠে দেখা মেলেনি ক্রিস গেইলের। এমনকি খুব দ্রুতই তাকে প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেটে দেখার সম্ভাবনাও নেই। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর থেকে নিজেকে যে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

সিপিএল থেকে নিজেকে প্রত্যাহার করলেও এর আগে অনুষ্ঠিতব্য নতুন ফরম্যাটের টূর্নামেন্টের দ্য সিক্সটিতে দেখা যাবে তাকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই টূর্নামেন্টের প্রচারণাতেই নিজেকে সেরা অফ স্পিনার হিসেবে দাবি করেছেন গেইল।

তিনি বলেন, “আমার বোলিং প্রাকৃতিক। অবশ্য আমাকে বল করতে হবে। আমিই বিশ্বের সেরা অফ স্পিনার। মুরালিও (মুত্তিয়া মুরালিধরন) এই প্রতিযোগীতায় আসবে না। আমার ইকোনমি সেরা। এমনকি সুনীল নারিনও আমার কাছে আসতে পারবে না।”

দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে বাইরে থাকা গেইল দ্য সিক্সটি দিয়ে ক্রিকেট থেকে ফিরবেন। তা নিয়েও যে উচ্ছ্বসিত সেটাও জানাতে ভোলেননি গেইল।

বলেন, “আমি এখনো শেপে আছি। খেলতে নামার আগে অল্প অল্প অনুশীলন করেছি। আশা করি, দারুণ খেলতে পারবো।”

দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকা গেইল টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৬৩ ম্যাচে ১৪৫ ইনিংসে বল করে শিকার করেছেন ৮৩ উইকেট। মাঝেই মাঝেই বল হাতে দলকে ব্রেক থ্রু এনে দিতে রাখতেন বড় ভূমিকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বিশ্বকাপের পথে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

ভারত বিশ্বকাপের পথে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

সিপিএল খেলার অনুমতি পাননি পাকিস্তানের আজম খান

সিপিএল খেলার অনুমতি পাননি পাকিস্তানের আজম খান

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন গেইল

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন গেইল

টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ক্রিস গেইল

টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ক্রিস গেইল