অফ-ফর্ম নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ আগস্ট ২০২২
অফ-ফর্ম নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

ফাইল ফটো

ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভোগা কোহলিই মনে হয় ক্রিকেট বিশ্বের বর্তমানে সমালোচকদের একমাত্র লক্ষ্যবস্তু। তবে এসব নিয়ে মাথা ব্যাথা নেই ভারতের সাবেক এ অধিনায়কের। নিজেকে ফিরে পেতে মুখিয়ে আছেন কোহলি। নিজের অফ-ফর্ম নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন কোহলি।

এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রমে ব্যস্ত রয়েছেন। নিজের সম্পর্কে কোহলি জানিয়েছেন, এখন কোন অবস্থায় আছি, আমি জানি। তবে সামর্থ্য-ক্ষমতা না থাকলে আন্তর্জাতিক ক্যারিয়ারে এতদূর আসা যেত না।

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি। এরপর দলের জয়ে বড় অবদান রাখার মত কোন বড় ইনিংস নেই কোহলির ব্যাটে। তাই কোহলিকে নিয়ে আলোচনা সর্বত্র। এমনকি তাকে দল থেকে বাদ দেওয়ার কথাও উঠেছে।

মানসিকভাবে চাঙ্গা হতে ক্রিকেট থেকে দূরে থাকতে বিশ্রামও নেন কোহলি। বেছে-বেছে সিরিজ খেলেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ও জিম্বাবুয়ে সফরেও বিশ্রামে ছিলেন এ ব্যাটার। বিশ্রাম শেষে এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরছেন কোহলি।

এশিয়া কাপে কোহলির ব্যাট কি বলে, সেই অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তার আগে নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন কোহলি। স্টার স্পোর্টসের গেইম প্ল্যান শো’তে কোহলি বলেন, “আমি জানি আমি কোথায় কোথায় দাঁড়িয়ে আছি। ভিন্ন ভিন্ন ধরনের বোলারদের মোকাবেলা, ভিন্ন ভিন্ন ধরনের পরিস্থিতি এবং বিভিন্ন কন্ডিশন মোকাবেলা করতে না পারার ক্ষমতা না থাকলে আন্তর্জাতিক ক্যারিয়ার এতদূর আসা যেত না।”

তিনি আরও বলেন, “এ থেকে আমি শিখতে চাই এবং বুঝতে চাই, একজন ক্রীড়াবিদ এবং মানুষ হিসেবে আমার মূল্যবোধগুলো কী। যতটা সম্ভব আমি আমার প্রক্রিয়া মেনে চলছি। আমি জানি এখানে উত্থান-পতন আছে। যখন এ পর্যায় থেকে বেরিয়ে আসবো, তখন কতটা ধারাবাহিক হতে পারি সেটা আমি জানি।”

২০১৪ সালে ইংল্যান্ড সফরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন কোহলি। পাঁচ টেস্ট খেলে মাত্র ১৩৪ রান করেছিলেন তিনি। ওই সিরিজে বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন কোহলি। এর মধ্যে চারবার একইভাবে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসনের শিকার হন তিনি।

সেটিই ছিলে কোহলির ক্যারিয়ারের প্রথম অফ-ফর্ম। অবশ্য সেই অফ-ফর্ম বেশি দিন স্থায়ী হয়নি। নিজের দক্ষতা দিয়ে দ্রুত রানে ফিরেছেন কোহলি। কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়া সফরে দেখা যায় ভিন্ন কোহলিকে। আর ২০১৮ সালে ইংল্যান্ড সফরে চার টেস্টে ৫৯৩ রান করেন তিনি।

ক্যারিয়ারের প্রথম অফ-ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে কোহলি বলেন, “ইংল্যান্ডে একটা প্যাটার্ন ছিল। আর সেখান থেকে বের হয়ে আসতে কাজ করেছিলাম এবং সফলও হয়েছিলাম। এখন আলাদা করে কোনও একটি বিষয়কে চিহ্নিত করে বলতে পারবেন না, এখানে আমার সমস্যা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার কাছে ব্যাপারটা বোঝা বেশ সহজ। কারণ, নিজেই বুঝতে পারছি, কখন ভালো ব্যাট করছি। এটা ইংল্যান্ড (২০১৪) সফরে ছিল না। তখন খালি মনে হতো, ভালো ব্যাটিং করছি না। তাই একটা নির্দিষ্ট বিষয়ের উপর পরিশ্রম করে গিয়েছি। এখন সেটা নেই।”

এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করার সাথে সাথে কোহলি এটিও জানেন, অফ-ফর্মের এমন উত্থান-পতনের সাথে লড়াই করতে হবে। যা একজন বড় মাপের খেলোয়াড়ের জীবনের বড় অংশ। কোহলি বলেন, “আমি জানি উত্থান-পতন আছে এবং যখন আমি এ পর্ব থেকে বেরিয়ে আসবো, আমি কতটা ধারাবাহিক হতে পারি সেটিই লক্ষ্য থাকবে। আমার অভিজ্ঞতা আমার কাছে গুরুত্বপূর্ণ।”

কোহলি আরও বলেন, “আমি এবার বা অতীতে যে অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই পর্যায়কে আমি ভুলতে চাই না। আমি এখান থেকে শিখতে চাই এবং আমি বুঝতে চাই, একজন ক্রীড়াবিদ ও একজন মানুষ হিসেবে মূল বিষয়টি কী।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘কোহলিকে এখন আর কেউ ভয় পায় না’

‘কোহলিকে এখন আর কেউ ভয় পায় না’

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

অসংখ্য সমর্থন-ভালোবাসার পরও একাকীত্বে ভুগেছি: কোহলি

কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

কোহলির দুঃসময়ে বাবর আজমের অভয়

কোহলির দুঃসময়ে বাবর আজমের অভয়