হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২
হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

বল হাতে কার্যকরী, ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে রান তুলবে, এমন একজন পেস বোলিং অলরাউন্ডার প্রতিটি দলের জন্যই সম্পদ। বর্তমানে ক্রিকেট বিশ্বের পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সেরা ভারতের হার্দিক পান্ডিয়া।

চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আগে বল করে মিডল অর্ডার নাড়িয়ে দিয়েছেন। এরপর ব্যাট হাতে শেষদিকে ভার‍তের জয় এনে দিয়েছে দুর্দান্ত ইনিংস খেলে।

পাকিস্তানে এমন একজন অলরাউন্ডারের অভাব দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে দ্রুত হার্দিকের মতো একজন পেস বোলার অলরাউন্ডার খুঁজে বের করার তাগিদ দিয়েছেন তিনি।

আকিব বলেন, “পাকিস্তান যদি টি-টোয়েন্টিতে উন্নতি করতে চায়, তবে  খুব দ্রুত তার (হার্দিক) মতো একজন অল-রাউন্ডার খুঁজে বের করতে হবে। কারণ, টি-টোয়েন্টিতে আপনার দলে কতজন অল-রাউন্ডার আছে তা গুরুত্বপূর্ণ, যেমন ভারতের জাদেজা এবং পান্ডিয়া রয়েছে। পাকিস্তানের জন্য এটি ঘাটতির জায়গা।”

সুপার ফোরে ভারতের বিপক্ষে প্রতিশোধের মিশনে পাকিস্তান

হার্দিকের কার্যকরীতা প্রমাণ করতে গিয়ে পাকিস্তানের সাবেক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে উদাহরণ হিসেবে টেনে আনেন আকিভ। 

“ভারতের সবচেয়ে বড় সুবিধা হল হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের এমন একজন অল-রাউন্ডার নেই, সে আমাদের আব্দুল রাজ্জাকের মতোই কার্যকর” যোগ করেন আকিভ জাভেদ।

ভারতের জার্সিতে হার্দিক এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ৮৬৭ রান করেছেন হার্দিক। মূলত ফিনিশারের ভূমিকায় ব্যাটিং করতে নামা হার্দিকের হাফ সেঞ্চুরি একটি  বল হাতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তার উইকেট ৫৩টি। 

বল হাতে খেলোয়াড়ি জীবনে নিজেও ব্যাটারদের জন্য দারুণ ভয়ঙ্কর ছিলেন আকিভ। আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১৮৫টি ম্যাচ খেলেছেন তিনি।

sportsmail24

১৯৮৮ সালে সর্বশেশ আন্তর্জাতিক ক্রিকেটে খেলে আকিভের ওয়ানডে উইকেট ১৮২ ও টেস্টে সংগ্রহ ৫২টি।  

চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হার দেখেছে পাকিস্তান। রোববার (৪ সেপ্টেম্বর) আসরে দ্বিতীয়বার মুখোমুখি হবে তারা।  

 স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘুরে দাঁড়িয়ে দেখাতে চেয়েছিলাম, এতটা খারাপ নই: রাজাপাকশে

ঘুরে দাঁড়িয়ে দেখাতে চেয়েছিলাম, এতটা খারাপ নই: রাজাপাকশে

মুশফিকের অবসর মাহমুদউল্লাহ’র জন্য ‘হৃদয়বিদারক’

মুশফিকের অবসর মাহমুদউল্লাহ’র জন্য ‘হৃদয়বিদারক’

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

সুপার ফোরে আফগানিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো শ্রীলঙ্কা

সুপার ফোরে আফগানিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো শ্রীলঙ্কা