‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আফগানিস্তান ‘এ’ দলের একটি সিরিজের সূচি নির্ধারিত ছিল। তবে আফগানিস্তান নির্ধারিত সূচিতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন অন্য কোন দলের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। দ্বিতীয় সারির কোন দলের সাথে দীর্ঘ সংস্করণে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।

সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, অভ্যন্তরীন কিছু সমস্যা থাকায় সিরিজটি অন্য সময়ে খেলতে চায় আফগানিস্তান।

তিনি বলেন, ‘অক্টোবরে ‘এ’ দলের জন্য একটি সিরিজ আয়োজনের প্রস্তাব ছিল এবং এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি তারা জানিয়েছে, এ সিরিজের সূচি পুনঃনির্ধারণ করতে চায় তারা।’

প্রধান নির্বাহী বলেন, ‘এ জন্য সিরিজটি পরে অনুষ্ঠিত হবে। তবে ‘এ’ দলের জন্য অন্য দেশের সাথে একটি সিরিজ আয়োজন করার চেষ্টা করছি আমরা। কারণ এ মুহূর্তে আমাদের সূচিতে ফাঁকা আছে। আশা করছি, এ সময়ের মধ্যে আমরা সিরিজ আয়োজনে সফল হব। তবে আমি জানি না কেন তারা সিরিজটি পুনরায় নির্ধারণ করতে চায়। নিজ দেশের বাইরে সিরিজের ব্যবস্থা করে তারা, তাই কিছু লজিস্টিক সমস্যা হতে পারে তাদের।’

মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ত্যাগ করার কথা ছিল। এ দলের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকের।

বাংলাদেশ ‘এ’ দলের দেখভালের কথা ছিল জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অব্যাহতি পাওয়া দেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম, ‘এ’ দলের সাথে কাজ করবে ডোমিঙ্গো। কারণ জাতীয় দল এ মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যস্ত থাকবে। আমরা এখন ‘এ’ দলের জন্য আরেকটি সিরিজ সাজানোর চেষ্টা করছি। তাই আমাদের মনোযোগ এখন এখানে। এটা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডোমিঙ্গো কবে নাগাদ ফিরবেন।’

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের বিরুদ্ধে বাবার নাম জালিয়াতির অভিযোগ!

সাকিবের বিরুদ্ধে বাবার নাম জালিয়াতির অভিযোগ!

ডেথ ওভার ভীতি কাটিয়ে উঠতে চান হাসান মাহমুদ

ডেথ ওভার ভীতি কাটিয়ে উঠতে চান হাসান মাহমুদ

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম ইকবাল

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম ইকবাল

বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

বিশ্বকাপে বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ