ট্রফি উন্মোচনে নেই সাকিব, ‘ব্যাখ্যা দিলো’ বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৫ অক্টোবর ২০২২
ট্রফি উন্মোচনে নেই সাকিব, ‘ব্যাখ্যা দিলো’ বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে একই ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরু হওয়ার একদিন আগে বুধবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে ট্রফি উন্মোচন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব উপস্থিত না থাকায় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং পাকিস্তানের বাবর আজমের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

ট্রফি উন্মোচনের ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই স্যোশাল মিডিয়ায় সাকিবের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়। তবে সাকিবের অনুপস্থিতির কারণ উল্লেখ করে বিষয়টি পরিস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৫ অক্টোবর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রানজিট ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নিউজিল্যান্ড পৌঁছাতে সাকিব আল হাসানের দুইদিন দেরি হচ্ছে। নতুন সময় অনুযায়ী সিরিজ মাঠে গড়ানোর আগের দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) দলের সাথে যোগ দেবেন।

সময় মতো নিউজিল্যান্ড পৌঁছাতে না পারার বিষয়ে বলা হয়, মঙ্গলবার (৪ অক্টোবর) সাকিব আল হাসানের নিউজিল্যান্ড পৌঁছানোর টিকিট ছিল। তবে ভিসা জটিলতায় সাকিব শনিবার (২ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে পারেননি।

তবে সাকিব আল সাহানের ভিসা জটিলতা কেটে গেছে বলে জানানো হয়। বলা হয়, মনোনীত এয়ারলাইন্স সমস্যাটির সমাধান করেছে এবং মঙ্গলবার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ নতুন সময় অনুযায়ী ফ্লাইটের সময় নির্ধারণ করেছে।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে শুক্রবার (৭ অক্টোবর)। সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপ সামনে রেখে সিরিজটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জেতা ম্যাচ হারছি কিভাবে, মাথায় ঢুকছিল না: পাপন

জেতা ম্যাচ হারছি কিভাবে, মাথায় ঢুকছিল না: পাপন

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ‘বাংলা ওয়াশ’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ‘বাংলা ওয়াশ’

মিঠুনের নেতৃত্বে ভারত সফরে বিসিবি একাদশ, দলে মমিনুল-বিজয়

মিঠুনের নেতৃত্বে ভারত সফরে বিসিবি একাদশ, দলে মমিনুল-বিজয়

আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদন পেয়েছে বিসিবি

আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদন পেয়েছে বিসিবি