করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৭ অক্টোবর ২০২২
করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়া। ব্লকবাস্টার এ টুর্নামেন্টে বিশ্বসেরা দলগুলো প্রতিদ্বন্দ্বিতায় নামছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মাধ্যমে শিরোপা জয় করতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসরে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিব ফল এলেও আইসিসি খেলোয়াড়দের খেলার অনুমতি দিবে বলে গণমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে। ক্রিকেটডটকমডটএইউ- এর রিপোর্টে বলা হয়েছে, ভাইরাসের সংস্পর্শে আসা কোন খেলোয়াড়কে মাঠে নামাতে হলে দলীয় চিকিৎসকদের ডাকতে হবে।

আইসিসি আরও জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে কোভিড পরীক্ষা বা আইসোলেশন বাধ্যতামূলক নয়। রিপোর্টে বলা হয়, কোভিড সংক্রমিত খেলোয়াড়কে ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে। পরে নেগেটিভ রিপোর্ট পেলেই ওই খেলোয়াড় ফের দলে ফিরতে পারবে।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২ আসরে ভারতের বিপক্ষে ম্যাচে করোনা সংক্রমণের পরও খেলার অনুমতি পেয়েছিলেন অস্ট্রেলিয় নারী অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতেই কমনওয়েলথ গেমসে পজিটিভ হওয়া কিছু খেলোয়াড়কে খেলার অনুমতি দিয়েছিল আইসিসি।

তবে কিছু কিছু খেলোয়াড়কে অনুমতি দেওয়া হয়নি। অস্ট্রেলিয়া সরকার কোভিড পজিটিভ ব্যক্তিদের আইসোলেশনে যাওয়ার বাধ্যবাদকতা প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহ পর আইসিসি তাদের নিয়মে এ শিথিলতা আনলো।

গত বছর যখন কোভিড ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল তখন কঠোর নিয়ম চালু করেছিল অস্ট্রেলিয়া। তবে এখন পরিস্থিতি মোকাবেলায় ভিন্ন নিয়ন্ত্রত পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স

পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড

পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড

নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান