‘‌বড়দিনে' বড় আশায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২
‘‌বড়দিনে' বড় আশায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট যে পঞ্চমদিনে যাবে না সেটা নিশ্চিত। রোববার দুপুরের মধ্যেই ফলাফল হয়ে যেতে পারে। জয়ের জন্য মাত্র ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয়দিন শেষে ৪৫ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ১০০ রান। আর বাাংদেশের প্রয়োজন ছয় উইকেট।

টেস্টের বিচারে লক্ষ্যটা কঠিন মনে না হলেও উইকেটের বিচারে খুবই চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস জানালেন, এই ম্যাচে জেতা সম্ভব। রোববার খ্রিষ্ট্রান ধর্মলম্বিদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন'। এমন দিনে বাংলাদেশও বড় লক্ষ্যের দিকে তাকিয়ে।

শনিবার তৃতীয়দিনের খেলা শেষে লিটন বলেন, ‌‌ এই ম্যাচে অবশ্যই জেতা সম্ভব। আগামীকাল (রোববার) সকাল যদি দুইটা উইকেট নিতে পারি, তাহলে অনেক কিছু চাইলেই করতে পারবে না তারা। এরপর রিশভ আছে, শ্রেয়াস আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।'

বাংলাদেশ বছরের শুরুটা করেছিল নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয় দিয়ে। ২০২২ সালে ভারতের বিপক্ষে টেস্টই শেষ ম্যাচ। এখানেও জয় দিয়ে শেষ করতে পারলে সেটা বড় পাওয়া হবে টাইগারদের জন্য।

লিটন বলেন, ‌‘এক নম্বর দলের বিপক্ষে জয়ের চেয়ে ভালো অর্জন কিছু হতে পারে না। তারা সব সময় র্যাংকিংয়ে শীর্ষের দিকেই থাকে।'

বোলিং আক্রমণে নামার সময় নিজেদের উপর বিশ্বাস রেখেছিলেন সাকিব আর হাসানরা। মিরপুরের চরিত্র বুঝেই ফিল্ডিংও সাঁজিয়েছি টাইগাররা।

লিটন বলেন, ‘আমরা জানি আমাদের বোলারদের সক্ষমতা কি। চতুর্থ ইনিংসে মিরপুরের উইকেটে ব্যাটিং সবসময় কঠিন। তবে তাদের লক্ষ্যও বেশি বড় না। বেশি আক্রমণ করতে গিয়ে রান দিয়ে ফেললে খেলার কিছু থাকে না। তাই আমরা রক্ষণাত্মক থেকে বল করেছি। ব্যাটাররাও আউট হয়েছে তাতে।'

 

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট, ভারতের ১শ’ রান

বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট, ভারতের ১শ’ রান

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

আইপিএলে দল পেলেন লিটন দাস

আইপিএলে দল পেলেন লিটন দাস