বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট, ভারতের ১শ’ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২
বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট, ভারতের ১শ’ রান

ঢাকা টেস্টে তৃতীয় দিনে নানা চমক সৃষ্টি করেছে। দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে গুটিয়ে গেলেও বল হাতে দারুণ খেলেছে বাংলাদেশ। দিনের শেষ বেলায় ভারতের বিপক্ষে ২৩ ওভার বল করে ৪৫ রানে তুলে নিয়েছে মূল্যবান ৪টি উইকেট। ফলে বাকি দুই দিনে ৬ উইকেট হাতে নিয়ে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১০০ রান।

শনিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশকে ২৩১ রানে গুটিয়ে দেওয়ায় ঢাকা টেস্ট জয়ে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান। তবে ব্যাট করতে নেমে সাকিব-মিরাজদের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা। দলীয় ৩৭ রানেই ভারতের চার উইকেট তুলে নেয় টাইগার বোলাররা।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে লিটন দাস ৭৩, জাকির হাসান ৫১, নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ অপরাজিত ৩১ রান করেন।

ভারতের অক্ষর প্যাটেল ৩টি, অশ্বিন-সিরাজ ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ ও ভারত ৩১৪ রান করেছিল।

১৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর ব্যক্তিগত ৬ রানে পূজারা সাজঘরে ফিরলে দলীয় ১২ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। এরপর ২৯ রানে এবং দলীয় ৩৭ রানে ভারতের চতুর্থ উইকেট তুলে নেয় বাংলদেশ।

ঢাকা টেস্ট তৃতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজ ৩টি এবং সাকিব আল হাসান একটি উইকেট শিকার করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

জাকিরকে জার্সি খুলতে বলেছিলেন কোহলি

‘উইকেট এখনও স্বাভাবিক আছে'

‘উইকেট এখনও স্বাভাবিক আছে'

ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

ব্যাটারদের ভুল, কিছু করার নেই ব্যাটিং কোচের

কিউরেটর গামিনির রুমে কেন দ্রাবিড়?

কিউরেটর গামিনির রুমে কেন দ্রাবিড়?