ক্যারিয়ারে তৃতীয় ৭৫, ফিফটিতে সাকিবের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৬ মার্চ ২০২৩
ক্যারিয়ারে তৃতীয় ৭৫, ফিফটিতে সাকিবের রেকর্ড

ব্যাটে-বলে সারা বিশ্বে নিজেকে চিনিয়েছেন সাকিব আল হাসান। দেশের প্রতিনিধিত্ব করে গৌরব বয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য। দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড খাতার অনেক পাতায় তুলেছেন নিজের নাম। এবার আরও একটি রেকর্ডের মালিক হলেন দেশসেরা এ অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নিজের জার্সি নম্বরে সাথে মিল রেখে ৭৫ রান করেন তিনি।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের ইংলিশদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। দলের দুই ওপেনারের ব্যর্থতায় রানের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। তিনজনই তুলে নেন ফিফটি। ফলে ৭ বল বাকি থাকতে গুটিয়ে গেলেও বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।

ব্যাট হাতে পাঁচ নম্বরে নামা সাকিব আল হাসান করেন ৭৫ রান। নিজের জার্সি নম্বরের সাথে মিল রেখে ওয়ানডে ক্রিকেটে সাকিবের এটি তৃতীয়বারের মতো ৭৫ রানের ইনিংস।

২০০৮ সালের এপ্রিলে লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে ওই ম্যাচেও ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমেছিলেন সাকিব। ম্যাচটি স্বাগতিকদের বিপক্ষে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ। পাকিস্তানের করা ৩০৮ রানের বিপক্ষে ২৮৬ রান করেছিল টাইগাররা।

ব্যাট হাতে সাকিব দ্বিতীয়বারের মতো ৭৫ রানের ইনিংস খেলেন ২০১৯ সালের জুনে। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন মাশরাফির নেতৃত্বে ওই ম্যাচে ২১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সাকিবের ৭৫ এবং মুশফিকের ৭৮ রানের ইনিংসে ৩৩০ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ।

প্রায় সাড়ে তিন বছর পর সাকিবের ব্যাটে আবারও দেখা মিললো ৭৫ রানের ইনিংস। এ ইনিংসের খেলার সাথে আরও একটি রেকর্ড গড়েছেন দেশসেরা এ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটির মালিক এখন সাকিব।

তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট ফিফটির সংখ্যা এখন ৯৪টি। সিরিজ শুরুর আগে ৯৩ ফিফটি নিয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ইংলিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে তামিমকে পটকে গেলেন সাকিব।

ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটে ৫২টি, টেস্টে ৩০টি ও টি-টোয়েন্টিতে ১২টি ফিফটি করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে তামিমের ফিফটি সংখ্যা ওয়ানডেতে ৫৫টি, টেস্টে ৩১টি এবং টি-টোয়েন্টিতে ৭টি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব   

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব  

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

বিপিএলে সাকিবের ‘সেঞ্চুরি’

বিপিএলে সাকিবের ‘সেঞ্চুরি’