বুম বুম আফ্রিদিকে স্পর্শ করলেন ব্যাটিং দানব গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ৩০ জুলাই ২০১৮
বুম বুম আফ্রিদিকে স্পর্শ করলেন ব্যাটিং দানব গেইল

বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি পালক যোগ করলেন ক্রিস গেল। ব্যাটিং দানব ক্রিস গেইল এবার ভাগ বসালেন বুম বুম শাহীদ আফ্রিদির ছক্কা হাঁকানোর রেকর্ডে। আফ্রিদির সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন তিনি।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ক্রিস গেইল পাঁচটি ছক্কা হাঁকিয়ে স্পর্শ করলেন পাকিস্তানের শাহীদ আফ্রিদিকে। দু’জনেরই এখন ছক্কার সংখ্যা ৪৭৬।

৪৭৬ ছক্কা মারতে গেইল খেলেছন ৪৪৩ ম্যাচ। যেখানে আফ্রিদির খেলেছেন ৫২৪ ম্যাচ। সেই হিসেবে গেইল ৮১ ম্যাচ কম খেলেছেন। তবে আফ্রিদির থেকে পাঁচটি ইনিংস বেশি খেলেছেন গেইল।

৩৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটিং দানব বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবেন। ফলে তিন ম্যাচ সিরিজে আফ্রিদিকে টপকে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে গেইলের সামনে।

আফ্রিদির ৪৭৬ ছক্কার মধ্যে ৩৫১টি এসেছে ওয়ানডে ক্রিকেটে থেকে। টি-টোয়েন্টিতে এসেছে ৭৩টি এবং টেস্ট থেকে ৫২টি। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে গেইল ছক্কা মেরেছেন ২৭৫টি, টি-টোয়েন্টিতে ১০৩টি এবং টেস্টে হাঁকিয়েছে ৯৮টি ছক্কা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

পিসিবির দায়িত্ব যেতে পারে ওয়াসিম আকরামের হাতে

পিসিবির দায়িত্ব যেতে পারে ওয়াসিম আকরামের হাতে

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি