ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ২৯ জুলাই ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

ফাইল ফটো

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজকে সামনে রেখে সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিতে কয়েকদিন আগেই দেশ ছেড়েছেন সৌম্য সরকার, আরিফুল হকরা। দলের সঙ্গে যোগও দিয়েছেন তারা। অন্যদিকে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়।

আরও পড়ুন> টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল 

ওয়ানডে সিরিজ শেষে তৃতীয় ওয়ানডের ভেন্যু বেসেতেরেতেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লডারহিলে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের হারের স্বাদ নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্ববাংলাদেশ টেস্ট দল। এখন তার নেতৃত্বেই আবার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন> ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ