ভারতীয় মেয়েদের ৯৫ রানে আটকে দিলো সুলতানা-ফাহিমারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ জুলাই ২০২৩
ভারতীয় মেয়েদের ৯৫ রানে আটকে দিলো সুলতানা-ফাহিমারা

মিরপুরে মাঠে ভারতীয় মেয়েদের কাছে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ বল করেছে বাংলাদেশের মেয়েরা। সুলতানা-ফাহিমাদের বোলিং তোপে ভারতকে ৯৫ রানে আটকে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ রক্ষায় বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৯৬ রান।

মঙ্গলবার (১১ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রান করেছে ভারতীয় মেয়েরা।

বাংলাদেশের পক্ষে বল হাতে সুলতানা খাতুন ৩টি এবং ফাহিমা খাতুন ৩টি উইকেম শিকার করেন। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান একটি করে উইকেট নিয়েছেন।

ভারতের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১৯ রান করে ওপেনার শেফালি বার্মা। এছাড়া অপর ওপেনার স্মৃতি মান্ধানা ১৩, ইয়াস্তিকা ভাটিয়া ১১, দিপ্তি শার্মা ১০ এবং আমানজট কৌর ১৪ রান করেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ রক্ষার এবং ভারতীয় মেয়েদের জন্য সিরিজ জয়ের।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা।


শেয়ার করুন :