বড়দের শেষে ঢাকায় শুরু হচ্ছে ছোটদের এশিয়া কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮
বড়দের শেষে ঢাকায় শুরু হচ্ছে ছোটদের এশিয়া কাপ

ছয় দল নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপের। বড়দের এ এশিয়া কাপ শেষ হওয়ার পরদিন থেকেই শুরু হবে ছোটদের এশিয়া কাপ। অর্থাৎ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এবার মোট আটটি দল দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।

‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। টুর্নামেন্টের উদ্বোধনী দিন চারটি খেলা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
Asia cup
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৯ সেপ্টেম্বর উদ্বোধনী দিনের পর ১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগার যুবারা। এরপর ২ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

দুই গ্রুপের শীর্ষ ৪ দলকে নিয়ে ৪ ও ৫ অক্টোবর হবে দুই সেমিফাইনাল। পরে ৭ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে যুবাদের এশিয়া কাপ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটওয়ারী, আকবর আলী, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব, শাহাদাৎ হোসেন দীপু, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাশ অরণ্য, তানজিল হোসেন সাকিব, রুয়েল আহমেদ, শরীফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম ও মেহেদি হাসান।


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এশিয়া কাপের জটিলতা দূর করলো আইসিসি

এশিয়া কাপের জটিলতা দূর করলো আইসিসি

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

আবারও এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো হংকং

আবারও এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো হংকং