দুইবার ৯৫ রানে আউট, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন জাদরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫
দুইবার ৯৫ রানে আউট, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন জাদরান

বাংলাদেশকে ৯৩ রানে অলআউট করে হোয়াইটওয়াশ করার ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা কবলে পড়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। জরিমানার পাশাপাশি নামের পাশে শাস্তিমূলক একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে। এর আগে আবুধাবীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুই দলের মধ্যকার সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচটিতে ৯৩ রানেই বাংলাদেশের ব্যাটিং ইনিংস গুটিয়ে যাওয়ায় ২০০ রানের ব্যবধানে জয় পায় আফগানিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করা আফগানিস্তান প্রথমবারের ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লজ্জা দেয়।

আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে রান আউটে কাটা পড়েন ৯৫ করা ইব্রাহিম জাদরান। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৯৫ রানে আউট হয়েছিলেন তিনি। টানা দ্বিতীয়বার ৯৫ রানে আউট হয়ে ড্রেসিং রুমের কাছে কিছু সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন জাদরান।

ইব্রাহিম জাদরানের এমন আচরণ ক্রিকেটীয় আইনে শাস্তিমূলক। যা আইসিসির আচরণবিধির ধারা ২.২ লঙ্ঘন। বিষয়টি নিয়ে মাঠ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমেদ দুররানি, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি অভিযোগ দায়ের করলে জাদরান নিজের দোষ স্বীকার করে নেন।

পরে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ইব্রাহিম জাদরানের নামে পাশে শাস্তিমূলক একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। যদিও লেভেল-১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট।



শেয়ার করুন :