কোচ হতে ঢাকা আসছেন রিচার্ড পাইবাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭
কোচ হতে ঢাকা আসছেন রিচার্ড পাইবাস

মাশরাফি-সাকিবদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাথুরুর উত্তরসূরি খুঁজতে বসে নেই। নতুন কোচের সন্ধানে কাজ করেছে বিসিবি। কে হবেন নতুন কোচ -এ বিষয়ে এখনো নিশ্চিত নন কেউ। তবে বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহে ঢাকায় আসছেন রিচার্ড পাইবাস।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকা আসবেন ইংলিশ বংশোদ্ভূত সাবেক এ ক্রিকেটার ও কোচ। আগামীকাল (বুধবার) দুপুরে তার সাক্ষাৎকার নেবে বিসিবি।

ইংলিশ বংশোদ্ভূত এ দক্ষিণ আফ্রিকান কোচের ঢাকায় আসা এবারই প্রথম নয়। ২০১২ সালের মে মাসে মাশরাফি-সাকিব-তামিমদের কোচ হিসেবে স্টুয়ার্ট ল-এর স্থলাভিষিক্ত হয়েছিলেন। বিসিবির সঙ্গে তিক্ততায় ভরা ছিল সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায়ও। চুক্তিতে সই না করেই প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে বিসিবির বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্তেও আপত্তি থাকায় আর থাকা হয়নি তার।

বিসিবি সূত্র আরও জানা গেছে, মাশরাফি-সাকিবদের সম্ভাব্য কোচদের যে তালিকা রয়েছে সেখানে রিচার্ড পাইবাস ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং সাবেক অস্ট্রেলীয় খেলোয়াড়, কোচ ও নির্বাচক জিওফ মার্শও রয়েছেন। তবে তারা বাংলাদেশের দায়িত্ব নিতে আসবেন কিনা তা নিশ্চিত নয় বিসিবি। তাহলে কি.. রিচার্ড পাইবাসই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী মাস্টার?


শেয়ার করুন :


আরও পড়ুন

এক ওভারে সাত বল, দায় কার?

এক ওভারে সাত বল, দায় কার?

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

‘হাথুরুসিংহে, বাংলাদেশ ক্রিকেটের এক অসমাপ্ত অধ্যায়’

‘হাথুরুসিংহে, বাংলাদেশ ক্রিকেটের এক অসমাপ্ত অধ্যায়’