টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭
টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

বিপিএল শেষ করেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টাইগার ওপেনার তামিম ইকবাল চলে গেছেন টি-টেন খেলতে। তবে টি-টেন খেলতে যাওয়ার তালিকায় থাকা মোস্তাফিজুর রহমান যেতে পারছেন না। কারণ, তাকে বিবিসি থেকে অনাপত্তিপত্রই দেওয়া হয়নি।

ইনজুরি কাটিয়ে বিপিএলে ফেরা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এখনও নিজের শতভাগ দিতে পারেননি। রাজশাহী কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। উইকেট পেয়েছেন চারটি।

তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনা, আরও খানিকটা সময় দেওয়া উচিত মোস্তাফিজকে। সে কারণেই টি-টেন লিগে অনুমতি না দিয়ে বিশ্রামে পাঠানো হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য মোস্তাফিজকে এনওসি দেওয়া হয়নি। এর আগে তার বিপিএলে অংশগ্রহণও ছিল পরীক্ষামূলক। টুর্নামেন্টে তার বোলিং দেখে আমাদের মতে হয়েছে তার ছন্দে ফিরতে আরও সময় দরকার।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সবমিলিয়ে চারদিন অনুষ্ঠিত হবে টি-টেন লিগ। বেঙ্গল টাইগার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা ছিল দ্য ফিজের। কিন্তু এনওসি না মেলায় যাওয়া হল না তার। আপাতত বিশ্রামেই থাকছেন তিনি। সামনে জাতীয় লিগের ম্যাচ। শ্রীলঙ্কা সিরিজকে মাথায় রেখে জাতীয় লিগ প্রস্তুতি হিসেবে দেখতে হবে মোস্তাফিজদের।


শেয়ার করুন :


আরও পড়ুন

বুড়ো হাতে ভেল্কি দেখালেন আফ্রিদি

বুড়ো হাতে ভেল্কি দেখালেন আফ্রিদি

টি-১০ জয়ে শুরু সাকিবের : আফ্রিদির হ্যাটট্টিকে পাখতুনস জয়

টি-১০ জয়ে শুরু সাকিবের : আফ্রিদির হ্যাটট্টিকে পাখতুনস জয়

কোহলিদের বেতন বাড়ছে ১০০ শতাংশ

কোহলিদের বেতন বাড়ছে ১০০ শতাংশ

চারদিনের টেস্টে গোলাপি বল, দিনে ৯৮ ওভার

চারদিনের টেস্টে গোলাপি বল, দিনে ৯৮ ওভার